নির্বাচন এখন দেশের প্রতিটি নাগরিকের মৌলিক দাবি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক।
শুক্রবার (৯ মে) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। ফারুক বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে নির্বাচনমুখী সংস্কার এখন সময়ের দাবি।
এই বিএনপি নেতা বলেন, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এখন শুধু বিএনপির নয়, দেশের প্রতিটি নাগরিকের মৌলিক দাবি। হাজারো ছাত্রের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা রক্ষায় সুষ্ঠু নির্বাচন অপরিহার্য।
