বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা শেষে দেশে ফেরা ও তার পুত্রবধূ বিশিষ্ট কার্ডিওলোজিস্ট ডা. জুবাইদা রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে শোকরানা আদায় এবং তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া ও শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে) বাদ মাগরিব বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম ও তার সহধর্মিণী ব্যারিস্টার মেহনাজ মান্নানের উদ্যোগে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাড়িতে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় ডা. জুবাইদা রহমানের বড় বোন শাহীনা জামান বিন্দুর স্বামী এয়ার কমোডোর (অব.) সৈয়দ শফিউজ্জামান, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে খালেদা জিয়া, সৈয়দা ইকবাল মান্দ বানু ও ডা. জুবাইদা রহমানের আরোগ্য কামনাসহ জিয়া পরিবারের জন্য বিশেষ মুনাজাত করা হয়।
