আজহারের মুক্তি, শাহবাগে সমাবেশ করবে জামায়াত

আপডেট : ২৮ মে ২০২৫, ০৯:৪১ এএম

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছেন জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম। এদিকে দীর্ঘ কারাবাসের পর এটিএম আজহারুল ইসলামের মুক্তি উপলক্ষ্যে শাহবাগে সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলাম। সব ঠিকঠাক থাকলে বুধবার (২৮ মে) সকাল ৯ টায় তিনি মুক্ত হবেন বলে জানা গেছে।

দলটির কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, এ উপলক্ষ্যে মজলুম এটিএম আজহারুল ইসলামকে সকাল সাড়ে ৯টায় আন্তরিক শুভেচ্ছা ও অভ্যর্থনা জানাবে দলটি।

দলীয় সূত্রে জানা গেছে, এটিএম আজহারুল ইসলামের মুক্তিকে কেন্দ্র করে ব্যাপক শোডাউনের প্রস্তুতিও নিয়েছে জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিট।

এর আগে, মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ টি এম আজহারুল ইসলামের আপিল মঞ্জুর করে খালাসের রায় দেন। রায়ে সর্বোচ্চ আদালত ২০১৪ সালে এ টি এম আজহারের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় ও মৃত্যুদণ্ড বাতিল ঘোষণা করেছেন। এ ছাড়া অন্য কোনো মামলা না থাকলে তাকে অবিলম্বে মুক্তি দিতে বলা হয়েছে।

SN