সম্মানবোধ আর ঐক্য না থাকলে কোনো সংস্কারই সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (২১ জুন) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সংস্কারের কথা যেটা বলা হচ্ছে, সেটা মাথায় আসে না। সবাইতো ঐকবদ্ধ হয়ে ৩১ দফা তৈরি করেছে। জোর করলেই তা বাকশালি চিন্তা। জোর করে কিছু হবে না। সংস্কার প্রস্তাবে সবাই একমত নাও হতে পারে। যা হবে তা নিয়ে এগিয়ে যাওয়া যাবে।
আমীর খসরু বলেন, সম্মানবোধ, ঐক্য না থাকলে কোনো সংস্কারই সফল হবে না। রাজনৈতিক দল ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমে। বর্তমান সরকার নিরপেক্ষ সরকার এখনও থাকবে নির্বাচনের সময়ও থাকবে। তাই সরকার নির্বাচনের সময়ে নিরপেক্ষ থাকবে তা প্রত্যাশা।
সবাইকে মিলে দেশ চালানোর আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আগামী দিনের সরকার গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ফ্যাসিস্টবিরোধী ঐক্য ধরে রাখতে হবে। নাহলে আবারও দেশ ভিন্ন দিকে যাবে।
