ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দলে দলে আসছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা

আপডেট : ২৮ জুন ২০২৫, ১২:১০ পিএম

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংস্কার, বিচার ও পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে শনিবার (২৮ জুন) মহাসমাবেশের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আয়োজিত মহাসমাবেশে দলে দলে যোগ দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। 

সকাল ৮টা থেকে দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে আসা নেতাকর্মীরা মিছিলসহ সমাবেশস্থলে যোগ দিতে শুরু করেন। ইতোমধ্যে বরিশাল, বাগেরহাট, লক্ষ্মীপুর, কক্সবাজার, মাগুরা ও শেরপুরসহ একাধিক জেলা শাখা মহাসমাবেশে যোগ দিয়েছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে সকাল ১০টা থেকে। দুপুর ২টা থেকে মহাসমাবেশের মূল পর্ব শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

এর আগে, শুক্রবার (২৭ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো বার্তায় দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ বলেন, জুলাই অভ্যুত্থানের পর থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশ সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিভিত্তিক নির্বাচনের দাবিতে ধারাবাহিক প্রচারণা ও গণসংযোগ চালিয়ে আসছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে এ বিষয়ে একটি সমন্বয় তৈরি হয়েছে এবং জনসমর্থনও গড়ে উঠেছে। মহাসমাবেশ হবে এ দাবির পক্ষে একটি শক্তিশালী উপস্থাপনা।

বিশ্লেষকদের মতে, চলমান রাজনৈতিক অচলাবস্থার প্রেক্ষাপটে ইসলামী আন্দোলনের এই মহাসমাবেশ রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে পারে।

AA/SN
আরও পড়ুন