ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জুলাই স্মৃতি ফাউন্ডেশন পুরোপুরি ব্যর্থ: উমামা ফাতিমা

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০২:৪৯ এএম

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতিমা। মঙ্গলবার (০৮ জুলাই) গভীর রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

উমামা ফাতিমা লেখেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন শহীদ ও আহত পরিবারের সেবা দেয়ার জন্য তৈরি হয়েছিল। চিকিৎসা, আর্থিক সহায়তা ও পুনর্বাসন তাদের প্রধান কর্তব্য ছিল। এ সকল দায়িত্ব পালনে ফাউন্ডেশন পুরোপুরি ব্যর্থ। কীভাবে টাকা এসেছে, কীভাবে বিতরণ হয়েছে, কতজন পেয়েছে আর কতজন পাওনা আছে এসব কিছুই স্পষ্ট না। অর্ধেকের বেশি আহতরা ফাউন্ডেশনের প্রথম ধাপের টাকাই পায়নি।

পোস্টে তিনি আরও লেখেন, ‘এসবের মধ্যে আজকে ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর হলো। অভ্যুত্থানের এক বছর পরও আহতদের তালিকা তারা করতে পারেনি, পুরো প্রক্রিয়াটার গোঁজামিল অবস্থা। ফাউন্ডেশনকে দ্রুত দায়িত্বশীল ও দক্ষ ব্যক্তিদের হাতে হস্তান্তর করে আহত, শহীদ পরিবারের পাশে দাঁড়ানো দরকার।’

khk
আরও পড়ুন