ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা, দুটিতে লড়বেন ফয়জুল করীম

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৬:২৬ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বরিশাল জেলার সংসদীয় ছয়টিসহ বিভাগের ২১টি আসনের মধ্যে ১৫টিতে প্রার্থী চূড়ান্ত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরই মধ্যে সেসব আসনে প্রার্থীদের নামও ঘোষণা করা হয়েছে।

দলটির ঘোষণা অনুযায়ী বরিশাল জেলার দুটি আসনে একাই প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। সবশেষ রোববার (১৩ জুলাই) বরিশাল জেলার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

ইসলামী আন্দোলনের বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক শরীফ মুহা. আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলার ছয়টি আসনের মধ্যে বরিশাল সদর অর্থাৎ সংসদীয় আসন-৫ (বরিশাল সিটি ও সদর উপজেলা) এবং বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

আরও পড়ুন