ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

যারা ফ্যাসিবাদ পুনর্বাসন করতে চায় তাদের চিহ্নিত করবো: সালাহউদ্দিন

আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৭:০৩ পিএম

দেশে স্বৈরাচারবিরোধী শক্তিগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির পায়তাঁরা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। যারা শেখ হাসিনাকে, ফ্যাসিস্টকে আবারও ফিরিয়ে আনতে চায় তাদের চিহ্নিত করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

শুক্রবার (১৮ জুলাই) ঢাকায় ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে’ দক্ষিণ বিএনপির আয়োজিত দোয়া ও মৌন মিছিলের আগে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘যারা নতুন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, এটা ভালো। কিন্তু যারা নির্বাচন পিছিয়ে দিয়ে, নির্বাচন না করে ক্ষমতায় থাকতে চায় অথবা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়; তাদের উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিবাদের পুনর্বাসন।’

তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করছি- বিভিন্নভাবে দেশের স্বৈরাচারবিরোধী শক্তিগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির পায়তাঁরা চলছে। বাংলাদেশপন্থী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা অংশ নিয়েছিল তাদের মধ্যে বিভক্তির চেষ্টা হচ্ছে।’

নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশনা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন হয়েছে দিল্লিতে। যারা শেখ হাসিনাকে, ফ্যাসিস্টকে আবারও ফিরিয়ে আনতে চায় তাদের আমরা চিহ্নিত করবো।’

নির্বাচন না করে যারা আবারও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, তাদের সে আশা কখনোই পূরণ হবে না বলেও মন্তব্য করেন তিনি। সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘এ দেশের স্বাধীনতা রক্ষা করতেই হবে। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে।’

তিনি বলেন, ‘যারা পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি তুলছে, যারা আগে স্থানীয় নির্বাচন চায় তাদের অসৎ উদ্দেশ্য আছে। এই সরকারের দায়িত্ব একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া। স্থানীয় সরকারের নির্বাচন করানো অন্তর্বর্তী সরকারের কাজ নয়।’

MMS
আরও পড়ুন