জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কয়েকজন নেতা কক্সবাজার গেছেন- সেটি গুজব।
তিনি বলেন, কারও সঙ্গে দেখা করতে নয়, জাস্ট একটু সাগর পাড়ে এসেছি। হুট করেই এই ঘুরতে আসার সিদ্ধান্ত। কিন্তু এখানে এসে দেখি, এই নিউজ। এটা টোটালি একটা গুজব।
নাসীরুদ্দীন দাবি করেন, এখানে এসে শুনছি, পিটার হাসের সঙ্গে নাকি আমরা দেখা করতেে এসেছি। এরকম হলে তো আমরা ঢাকাই দেখা করতে পারতাম, যদি দেখা করার ইচ্ছা থাকতো।
মঙ্গলবার দুপুরে এনসিপির কয়েকজন নেতার কক্সবাজার সফর ঘিরে নানা আলোচনা শুরু হয়। বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়, বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে কক্সবাজার গেছেন এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, ডা. তাসনিম জারা ও নাসিরুদ্দীন পাটওয়ারী।
