গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপির নেতাকর্মীরা জেল খেটেছেন, নির্যাতিত হয়েছেন; কিন্তু কারো কাছে মাথানত করেননি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির বিজয় র্যালি-পূর্ব সমাবেশে বক্তৃতায় এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা হবে খুব শিগগিরই। আমাদের নতুন জুলাই ঘোষণাপত্র হয়েছে। আমাদের চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হতে চলছে রাষ্ট্র সংস্কারের মধ্যদিয়ে।
তিনি বলেন, আসুন আমরা শপথ করি, সত্যিকার অর্থে আমরা একটা সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো। আমরা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করবো। সাম্য ও মানবিক মূল্যবোধ এবং মর্যাদার একটি দেশ গড়বো। বিশ্বদরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো।
তিনি আরও বলেন, বিগত পনেরো বছরে লড়াই-সংগ্রাম করতে গিয়ে আমাদের যেসব নেতাকর্মী শহীদ হয়েছেন এবং জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের প্রতি সহানুভূতি জানাই। আশা করি, সরকার আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করবে।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক সংস্কারের মধ্যে প্রত্যাশিত রাষ্ট্র গঠন হবে। নির্বাচিত সরকার রাষ্ট্র সংস্কার করবে। এ সময় সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার বার্তা দিয়ে তিনি বলেন, বিদেশে বন্ধু থাকবে, প্রভু নয়। যারা নির্বাচন চায় না তারা দেশের পক্ষের শক্তি না।
নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানালো বিএনপি