ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গণতান্ত্রিক উপায়ে সংস্কারের জন্য সুষ্ঠু  নির্বাচন প্রয়োজন: সাকি

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৬:২৭ পিএম

গণতান্ত্রিক উপায়ে সংস্কারের জন্য সুষ্ঠু  নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, সংস্কার আমাদের অবশ্যই করতে হবে। জাতীয় সনদে অনেক বিষয়ে দ্বিমত থাকলেও, এর মীমাংসার জন্য নির্বাচন অপরিহার্য। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে সংস্কার সম্পন্ন করার জন্য একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন।

শুক্রবার (৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ‘দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশন এই সভার আয়োজন করে।

জোনায়েদ সাকি বলেন,  একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিচার, সংস্কার এবং নির্বাচন-এই তিনটি বিষয়কেই সমান গুরুত্ব দিতে হবে। এর যেকোনো একটিকে কম গুরুত্ব দিলে আমরা সঠিক পথ থেকে বিচ্যুত হব।

তিনি আরও বলেন, অনেকেই নির্বাচনকে গণতন্ত্রের একমাত্র পথ মনে করে বিচার ও সংস্কারকে উপেক্ষা করছেন, যা ভুল। আবার কেউ কেউ বিচার ও সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করাচ্ছেন, যা বিপজ্জনক। এই ভারসাম্য রক্ষা করা আমাদের জন্য অত্যন্ত জরুরি।

FJ
আরও পড়ুন