একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নয় দফা প্রস্তাব দিয়েছে এবি পার্টি। বুধবার (২০ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব প্রস্তাবের কথা জানান দলটির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু।
তিনি জানান, এবি পার্টি নির্বাচনকে অংশগ্রহণমূলক, পরিবেশবান্ধব ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বেশ কিছু বাস্তবধর্মী প্রস্তাব দিয়েছে।
এবি পার্টি প্রস্তাব করেছে, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীদের নির্বাচনী স্বেচ্ছাসেবক হিসেবে কাজে লাগানো যেতে পারে। দলের মতে, সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক ইস্যুতে দায়িত্বশীল ভূমিকা রেখেছে। যদিও তারা ভোটার নয়, তবুও সহিংসতা প্রতিরোধ ও শৃঙ্খলা বজায় রাখতে তাদের অংশগ্রহণ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
ইসি এ প্রস্তাবকে “একটি ভালো আইডিয়া” হিসেবে অভিহিত করেছে।
নির্বাচনী ব্যয় হ্রাসে এবি পার্টি তিনটি নির্দিষ্ট প্রস্তাব দিয়েছে। পোস্টার মুদ্রণ, প্রার্থীরা যেন নিজের মতো করে যত্রতত্র পোস্টার না লাগায়, সে জন্য ইসি প্রার্থীদের পোস্টার ছাপানোর দায়িত্ব নিতে পারে। এতে পরিবেশ সংরক্ষণ ও ব্যয় হ্রাস উভয়ই সম্ভব।
জনসভা ও মিছিলের বিকল্প, বড় জনসভা ও শোভাযাত্রার পরিবর্তে বিকল্প প্রচারণা কৌশল (যেমন ডিজিটাল মাধ্যমে প্রচার) বিবেচনায় আনার আহ্বান জানানো হয়।
ভোটার যাতায়াত ও পোলিং এজেন্টদের খাবার, ভোটারদের কেন্দ্রে আনা-নেওয়ার জন্য ইসি-কে শাটল সার্ভিস চালুর প্রস্তাব দেয় দলটি। পাশাপাশি, পোলিং এজেন্টদের জন্য ন্যূনতম খাবার ও নাস্তার ব্যবস্থা করতেও অনুরোধ জানায়, যাতে মধ্যবিত্ত ও সাধারণ প্রার্থীদের জন্য নির্বাচন অংশগ্রহণযোগ্য হয়।
উন্মুক্ত স্থানে ভোটকেন্দ্র স্থাপনের পরামর্শ, ভোট গ্রহণের স্বচ্ছতা বাড়াতে এবি পার্টি প্রস্তাব করেছে, ভোটকেন্দ্রগুলো যেন ঘরের ভেতর না করে মাঠ বা উন্মুক্ত স্থানে করা হয়। এতে ভোটগ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করা সহজ হবে, অনিয়ম কমবে এবং সাংবাদিকরাও সহজে কার্যক্রম মনিটর করতে পারবেন।
প্রবাসী ও দ্বৈত নাগরিকদের ভোটাধিকার, দলটি প্রস্তাব করেছে, দ্বৈত নাগরিকদের প্রার্থী হওয়ার সুযোগ দিতে সংবিধান সংশোধন করা হোক। তাদের মতে, এতে অভিজ্ঞ ও যোগ্য নাগরিকরা রাজনীতিতে যুক্ত হতে পারবেন। সঙ্গে প্রবাসীদের ভোটাধিকার কার্যকরের দাবিও উত্থাপন করেছে দলটি।
লেভেল প্লেয়িং ফিল্ড ও নিরপেক্ষ প্রশাসনের দাবি, একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার ওপর জোর দিয়েছে এবি পার্টি।
দলটির দাবি, বর্তমানে কিছু উদ্বেগ থাকলেও নিরপেক্ষ প্রশাসনের সহায়তায় ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব। যারা নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করছেন, তাদের উদ্বেগও যুক্তিসংগত।
পিআর পদ্ধতি চালুতে জনমত জরিপের আহ্বান বিএনপির
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির ৬ দিনের কর্মসূচি ঘোষণা
মির্জা ফখরুলের স্বাস্থ্যের খোঁজ নিলেন জামায়াত নেতারা