ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস করা হয়েছে: ড. মঈন খান

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৮:৩৯ এএম

বিগত স্বৈরাচার সরকার উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস করে দিয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, অপরিকল্পিতভাবে জলাধার ভরাটের মাধ্যমে দেশের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করা হয়েছে। সুস্থ জীবনযাপনের জন্য পরিবেশ রক্ষা অপরিহার্য।

শুক্রবার (২২ আগস্ট) রাজধানীর উত্তরখানে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ড. মঈন খান বলেন, কয়লাচালিত বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলে দিয়েছে পতিত আওয়ামী সরকার। প্রকৃতিকে ধ্বংস করে দিয়ে কোনো জাতি টিকে থাকতে পারে না।

তিনি বলেন, বাংলাদেশ এখন প্রাকৃতিক বিপর্যয়ের মুখে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে না পারলে দেশ চরম বিপদের দিকে ধাবিত হবে। তাই পরিবেশ রক্ষায় দলীয় নেতাকর্মীদের দেশব্যাপী বৃক্ষরোপণের আহ্বান জানাই।

উত্তরখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সুলতান আহমেদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন, মো. আফাজ উদ্দিন, এ বি এম আব্দুর রাজ্জাক, উত্তরখানের মজিবর রহমান, উত্তরার বিএনপি নেতা রিপন হাসান খন্দকার, মো. আলাউদ্দিন, মোস্তফা সরকার প্রমুখ।

DR/SN
আরও পড়ুন