ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে: ‍আমির খসরু

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৬:১৬ পিএম

ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (২৯ আগস্ট) বরিশালের শিল্পকলা একাডেমিতে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

আমির খসরু বলেন, ভোটের জন্য বিএনপি ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছে, আর জনগণও অধীর আগ্রহে নির্বাচনের অপেক্ষায় রয়েছে। দেশের মানুষ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।

তিনি বলেন, ‘আমরা নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছি’। নির্বাচিত সরকারের জন্যই ব্যবসায়ীদের নিয়ে এ ধরনের অনুষ্ঠান করা হচ্ছে। যাতে প্রথম দিন থেকেই দেশের মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি।

বিএনপি নেতা আমির খসরু শিল্পপণ্য উৎপাদনের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, আগে অর্থনীতি কিছু সীমিত গোষ্ঠীর হাতে ছিল। আমরা চাই অর্থনীতিকে গণতন্ত্রায়ণ করতে। এজন্য ক্ষুদ্র ও কুটির শিল্পকে আন্তর্জাতিক বাজারে জায়গা করে দিতে হবে।

তিনি বলেন, একটি গ্রামে একটি পণ্য তৈরি হবে। যে পণ্য ওই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করবে। এতে ওই গ্রাম অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। এ অঞ্চলে সহায়তা দিলে চাহিদা এবং উৎপাদন বহুগুণ বেড়ে যাবে।

মেলা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার, মোয়াজ্জেম হোসেন আলাল ও জিয়া উদ্দিন হায়দারসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

MH/MMS
আরও পড়ুন