ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চাঁদাবাজদের নাম ঠিকানাসহ তালিকা ঝুলিয়ে দেওয়া হবে: সারজিস

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০২ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছে, যারা চোর, বাটপার, চাঁদাবাজ ও হুমকিদাতা, তাদের বাবা-মায়ের নাম ও ঠিকানাসহ তালিকা প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে ঝুলিয়ে দেওয়া হবে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে অনুষ্ঠিত রাজনৈতিক কর্মশালা ও সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। সভায় বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবি গুরুত্বসহকারে তুলে ধরা হয়।

সারজিস আলম বলেন, পঞ্চগড় জেলা ছাত্রদল স্কুলগুলোতে কমিটি দেওয়া শুরু করেছে। তিনি আরও জানান, ‘যে সাহস শেখ হাসিনা ও ছাত্রলীগ করতে পারেনি, সেই সাহস চব্বিশ পরবর্তী বাংলাদেশে ছাত্রদল করছে। স্কুল-কলেজগুলোতে ছাত্র রাজনীতির নামে লেজুড়বৃত্তি রাজনীতি চলবে না।’

সারজিস আরও বলেন, ‘অনেক রাজনৈতিক দলে দেখি বড় বড় নেতা ভালো ভালো কথা বলেন। কিন্তু তারা এখন অবৈধভাবে বালু উত্তোলনে ব্যস্ত, কেউ রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলনে ব্যস্ত, কেউ চাঁদা নিতে ব্যস্ত, কেউ মিথ্যে মামলা দিয়ে মামলা বাণিজ্য করতে ব্যস্ত। আগামীর বাংলাদেশে আর কাউকে ফ্যাসিস্ট শেখ হাসিনা হয়ে উঠতে দেওয়া হবে না।’

সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘আমাদের সামনে এখন ‘ডু অর ডাই’ পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি এমন যে, হয় আমরা থাকব, না হয় গণহত্যাকারী ও তাদের লোকজন থাকবে। যারা বাংলাদেশ বিরোধী রাজনৈতিক দল- যেমন: আওয়ামী লীগ ও জাতীয় পার্টি- তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।’

তিনি আরও বলেন, বাহাত্তরের সংবিধান আর চলবে না। নতুন সংবিধান তৈরি ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনার দাবি করছে এনসিপি।

NB/AHA
আরও পড়ুন