জাবি শিক্ষিকার মৃত্যুতে ডা. শফিকুর ও ছাত্রশিবিরের শোক

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৫ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চলমান জাকসু নির্বাচনের ভোট গণনাকালে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপিকা জান্নাতুল ফেরদৌস মৌমিতার আকস্মিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পৃথক স্ট্যাটাসে তারা এই শোক প্রকাশ করেন।

জামায়াত আমির বলেন, আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামীন তাকে ক্ষমা করুন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তার পরিবার, সহকর্মী, প্রিয়জন ও আপনজনকে আল্লাহ তা’য়ালা ধৈর্য ধরার তাওফিক দান করুন।

ডা. শফিকুর রহমান

ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম স্ট্যাটাসে লেখেন, মহান আল্লাহ উনাকে ক্ষমা করুন, জান্নাত নসিব করুন এবং পরিবার-পরিজন, সহকর্মী, শিক্ষার্থীসহ সবাইকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন।

জাহিদুল ইসলাম

জান্নাতুল ফেরদৌস মৌমিতা ছিলেন জাকসু নির্বাচনে প্রীতিলতা হলের পোলিং অফিসার। শুক্রবার সকালে ভোট গণনা সংক্রান্ত কাজে অংশ নিতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের দরজার সামনে হঠাৎ লুটিয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, মৌমিতা শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচনী কাজে সক্রিয় ছিলেন। এই দায়িত্ব পালনের সময়ই ঘটে এই মর্মান্তিক ঘটনা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু ও হল সংসদ নির্বাচন শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় দুপুর ২টায় এবং এরপর শুরু হয় ভোট গণনা। গণনা কার্যক্রম সরাসরি এলইডি স্ক্রিনে প্রদর্শন করা হয় এবং প্রচলিত পদ্ধতিতে ব্যালট হাতে গুনে গণনা করা হচ্ছে।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১১,৭৫৯ জন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে ৯ জন এবং জেনারেল সেক্রেটারি (জিএস) পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

DR/AHA
আরও পড়ুন