ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জাকসু নির্বাচন নিয়ে ফেসবুকে শিবির সভাপতির কড়া প্রতিক্রিয়া

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫০ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে দেওয়া পোস্টে তিনি লেখেছেন, বিশ্ববিদ্যালয় মানে ক্রিয়েটিভ ও ইনোভেটিভ আইডিয়া জেনারেট হবে এটাই আমরা জানি। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসনের দায়িত্ব পালন করছেন, উনারা যে কতটা সময় ও ব্যবস্থাপনা জ্ঞান রাখেন, মাশাআল্লাহ জাকসু নির্বাচনের মাধ্যমে তা প্রমাণ দিচ্ছেন।

‘পুরো দুনিয়া সেকেন্ড হিসেব করে পথ চলে। আর আমরা দিন-মাস হিসাব করি। কী পরিমাণ প্রোডাক্টিভ সময় আমরা নষ্ট করছি, তার হিসাব কে দেবে? তাহলে কীভাবে আমরা বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকবো।’

শিবির সভাপতি আরও লেখেন, দলকানা, নিম্নমানের ব্যবস্থাপনা জ্ঞান ও সময়জ্ঞানহীন শিক্ষক-প্রশাসনের দ্বারা কোনো বিশ্ববিদ্যালয় চলতে পারে না। চলতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার সকাল ৯টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন শুরু হয়। শেষ হয় বিকেল পাঁচটায়। ভোটগ্রহণের ২৫ ঘণ্টা পার হলেও এখনও ফলাফল ঘোষণা করতে পারেনি নির্বাচন কমিশন।

 

MH/MMS
আরও পড়ুন