ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

উপমহাদেশে পিআর পদ্ধতি অচল: বুলু

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৮ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশে পিআর পদ্ধতি অচল। যারা পিআর পদ্ধতি চায়, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা এই দেশকে সিরিয়া, আফগানিস্তান বানাতে চায়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজ মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পের পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের দেওয়া নির্দিষ্ট সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দেশে সেনাবাহিনী ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিগত দিনের সকল নির্বাচন নিরপেক্ষ হয়েছে। আগামীতে নতুন ভোটাররা যেদিকে ঝুঁকবে, তারাই সরকার গঠন করবে।

কেন্দ্রীয় ড্যাব নেতা ও চাঁদপুর জেলা বিএনপির অন্যতম সদস্য প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীমের তত্ত্বাবধানে দিনব্যাপী বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় এক হাজার অসহায় রোগীদের বিনামূল্যে বিএনপির পক্ষ থেকে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।

MMS
আরও পড়ুন