ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শিরীন আক্তার শেলীকে এনসিপির শোকজ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ এএম

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অসাংগঠনিক ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন গুরুত্বপূর্ণ নেত্রী অ্যাডভোকেট শিরীন আক্তার শেলীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) এনসিপির শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল আমীন স্বাক্ষরিত ওই নোটিশটি শিরীন আক্তারের কাছে পাঠানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আপনার করা কিছু মন্তব্য আমাদের গোচরে এসেছে এবং সেসব মন্তব্য অসাংগঠনিক ও কুরুচিপূর্ণ বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে।

এনসিপির ফেসবুক পোষ্ট থেকে নেওয়া

এছাড়া নোটিশে শিরীন আক্তার শেলীকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়েও শৃঙ্খলা কমিটির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

শিরীন আক্তার শেলী নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন। চলতি বছরের ফেব্রুয়ারির শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশের পর তিনি উত্তরাঞ্চলের সংগঠকের দায়িত্ব পান।জুলাই আন্দোলনের সময় তার ছেলে গোলাম রাশেদ তমাল আহত হয়েছিলেন, যা দলীয় মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এনসিপির একাধিক সূত্র জানিয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শিরীন আক্তারের কিছু মন্তব্য নিয়ে দলীয় হাইকমান্ডের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। এরপরই শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। শোকজের জবাব সন্তোষজনক না হলে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা।

DR/SN
আরও পড়ুন