ঢাকা
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

খালেদা জিয়া যে আসন থেকে নির্বাচন করতে পারেন

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:২২ এএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফেনীর ফুলগাজী উপজেলার একটি ইউনিয়ন বিএনপির কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফুলগাজী, ছাগলনাইয়া এবং পরশুরাম উপজেলা নিয়ে গঠিত ফেনী-১ সংসদীয় আসন। এই আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন খালেদা জিয়া।

নতুন করে তার ফুলগাজী উপজেলা বিএনপির কমিটিতে অন্তর্ভুক্তির ফলে ধারণা করা হচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে ফের নির্বাচন করবেন সাবেক এই প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে ফুলগাজী উপজেলার ছয়টি ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে খালেদা জিয়াকে ফুলগাজী সদর ইউনিয়ন কমিটির এক নম্বর সদস্য করা হয়েছে।

ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন এবং সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া কমিটিগুলোর অনুমোদন দিয়েছেন।

আহ্বায়ক ফখরুল বলেছেন, পূর্ণাঙ্গ কমিটি গঠন তৃণমূল বিএনপির কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করবে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীরা মাঠে একসঙ্গে কাজ করবেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়া এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশা করা হচ্ছে।

MMS
আরও পড়ুন