জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আসার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, যদি কেউ পুনরায় সাংবিধানিক বিতর্ক তুলে সনদ বাস্তবায়ন বিলম্ব করে, তাহলে আবারও গণ-অভ্যুত্থান অনিবার্য। তখন কাউকেই ছাড় দেওয়া হবে না এমনকি পাঁচ-সাতটা হেলিকপ্টার লাগতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
রোববার (৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের চতুর্থ দিনের আলোচনার বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মঞ্জু এসব কথা বলেন।
তিনি বলেন, সনদ বাস্তবায়নে যদি অহেতুক সাংবিধানিক বিতর্ক সৃষ্টি করা হয় এবং রাজনৈতিক সংকট দীর্ঘায়িত করা হয়, তাহলে পরিস্থিতি আবার অস্থিতিশীল হয়ে উঠতে পারে।
মঞ্জু আরও বলেন, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়েই এই সরকারের জন্ম হয়েছে। এখন যদি কেউ সাংবিধানিক বিতর্ক তোলে, তবে সেই বিতর্কই নতুন অভ্যুত্থানের জন্ম দেবে। তখন আমরা সবাই সেই আহ্বানের সঙ্গে যুক্ত হতে বাধ্য হব। আর যারা হবেন না, তাদের হয়তো হেলিকপ্টারের টিকিট কাটতে হবে।
তিনি বিএনপিসহ অন্যান্য দলগুলোকেও আহ্বান জানিয়ে বলেন, সনদ নিয়ে দলগুলোকে ঐকমত্যের ভিত্তিতে সমঝোতা বা সমাধানে আসতে হবে নতুবা তা নতুন রাজনৈতিক ব্যাপক উত্তেজনার কারণ হয়ে উঠতে পারে। তিনি বিএনপিকে অনুরোধ করেন, কিছু ‘নোট অব ডিসেন্ট’ প্রত্যাহার করে ঐকমত্য গঠনে সহায়তা করতে।
মঞ্জু অ্যারটিকিউলেটেড করেছিলেন তিনধাপে সনদ বাস্তবায়নের প্রস্তাব প্রথমে প্রধান উপদেষ্টার মাধ্যমে ‘সংবিধান আদেশ’ জারি, এরপর জনগণের মতামত নিশ্চিত করতে গণভোট এবং পাশাপাশি বা এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে মতামত গ্রহণ। তিনি বলেন, সংবিধান পরিবর্তন যদি করা হয় তাহলেও তা জনগণের সম্মতিকে ভিত্তি করে হওয়া উচিত এবং সেটি যাচাই করার একমাত্র উপায় হচ্ছে গণভোট।
মঞ্জুর যুক্তি, গণভোটের বিষয়ে সবাই একমত হয়েছে। জামায়াত বলছে ‘সংবিধান আদেশ’ দিয়েই বাস্তবায়ন সম্ভব আমরা বলেছি দুই পক্ষের অবস্থানই এক জায়গায় আসছে, কারণ গণভোটের মাধ্যমে জনগণের মতামত নিশ্চিত হলে আর কেউ বলবে না এটি জনগণের ইচ্ছার প্রতিফলন নয়।
জাতীয় ঐকমত্য কমিশনের চলমান আলোচনায় এদিন বিভিন্ন দলের প্রতিনিধিরা অংশ নিলে মতামত বিনিময় করেন। রাজনৈতিক প্রক্রিয়া ও বাস্তবায়ন নিয়ে আরও আলোচনার জন্য বৈঠক চলবে বলে কমিশন জানিয়েছে।
জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের পক্ষে সব রাজনৈতিক দল: আলী রীয়াজ
জুলাই সনদে ঐকমত্য না এলে একাধিক প্রক্রিয়া দেবে কমিশন: আলী রীয়াজ
নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে ইসি সংলাপ মঙ্গলবার