দেশের সব জেলা থেকে আগামীকাল রোববার (১২ অক্টোবর) একযোগে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পিআরসহ পাঁচ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি নেওয়া হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি এ তথ্য জানিয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়াও জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস ও নেজামে ইসলামী পার্টি সম্মিলিতভাবে এই যুগপৎ আন্দোলন পরিচালনা করছে। তাদের দাবির মধ্যে রয়েছে জুলাই সনদের আইনিভিত্তি নিশ্চিত করা, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বা সমান সুযোগ তৈরি করা, গণহত্যার বিচার এবং ফ্যাসিবাদের দোসরদের বিচার ও বিচারকালীন নিষিদ্ধ ঘোষণা করা।
আন্দোলনের দ্বিতীয় দফায় গত ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে ব্যাপক গণসংযোগ করা হয়। এরই ধারাবাহিকতায় ১০ অক্টোবর ঢাকাসহ দেশের সব জেলা শহরে গণমিছিল হয়। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই আগামীকাল রোববার সারাদেশের প্রতিটি জেলা থেকে ইসলামী আন্দোলনের নেতারা জেলাপ্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবেন।
দলীয় বিবৃতিতে জানানো হয়, স্মারকলিপিতে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট, চলমান সংস্কার কার্যক্রম, জনমনের প্রত্যাশা ও পাঁচ দফা আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরা হবে। পাশাপাশি সরকারকে এসব দাবির প্রতি সংবেদনশীল হওয়ার আহ্বান জানানো হবে।
ইসলামী আন্দোলন নেতারা জানান, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে এবং দেশে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বলেন, জনগণের ভোটাধিকার ও ন্যায্য প্রত্যাশা পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
দলের কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, দাবি আদায়ে বৃহত্তর গণআন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। শিগগির তৃতীয় দফায় কর্মসূচি ঘোষণা করা হবে।
