ক্ষমতায় গেলে কর্মজীবী নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২৬ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকানদের উদ্যোগে আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় তিনি এ কথা বলেন।
সংবর্ধনায় বক্তব্য দিতে গিয়ে জামায়াত আমির বলেন, ‘আমাদের বদনাম দেওয়া হয় যে, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের ঘরে তালা দিয়ে রাখবে। কিন্তু এত তালা কেনার টাকা কোথায়।’
তিনি বলেন, কর্মজীবী নারীরা সন্তান জন্ম দিচ্ছেন, সন্তানকে লালন-পালন করছেন, একই সঙ্গে পেশাজীবনের দায়িত্বও পালন করছেন। নারী ও পুরুষ উভয়ের কর্মঘণ্টা সমান রাখা নারীদের প্রতি অবিচার বলে মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘ক্ষমতায় গেলে মায়েদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে।’ তবে ঠিক কত ঘণ্টা কমানো হবে তা স্পষ্ট না করে তিনি উল্লেখ করেন, ‘আট ঘণ্টা থেকে কমিয়ে পাঁচ ঘণ্টা করা যায় কি না, সে বিষয়ে ভাবা যেতে পারে।’
এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই ‘জুলাই হত্যাকাণ্ডের’ দৃশ্যমান রায় দেখতে চায় দেশের মানুষ। পরবর্তী সরকারকেও এসব মামলার ন্যায়ভিত্তিক সমাপ্তি টানতে হবে বলেও মন্তব্য করেন জামায়াত আমির।
তিনি জানান, ক্ষমতায় গেলে দেশে বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করা হবে এবং একটি ন্যায্য ও অংশগ্রহণমূলক অর্থনীতি গড়ে তোলা হবে।
এনবিআর দুই ভাগ করেও কোনো সুফল মিলবে না: আমির খসরু
ফ্যাসিবাদবিরোধী দলগুলোকে নিয়ে জোট গঠন করতে চায় বিএনপি: সালাহউদ্দিন