আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঢাকার রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। বিএনপি নেতৃত্বাধীন জোটের সঙ্গে সমন্বয় করে তিনি এবার ঢাকা-১৩ আসনে ভোটের মাঠে নামতে যাচ্ছেন।
বিএনপির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আন্দোলনে রাজপথে থাকা সমমনা দলগুলোর জন্য কয়েকটি আসনে প্রার্থী ছাড় দেওয়ার কৌশল নিয়েছে দলটি। এর মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা-১৩ আসন, যেখানে বিএনপির জ্যেষ্ঠ নেতা ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামকে সরিয়ে ববি হাজ্জাজকে ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হয়েছে।
ঢাকার এই আসনটি থেকে ভোটে লড়তে প্রস্তুতি নিয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। এর আগেও তিনি এই আসন থেকে নির্বাচন করেছিলেন। কিন্তু এবার দলের সিদ্ধান্ত তাকে মেনে নিতে হচ্ছে।
সম্প্রতি ববি হাজ্জাজ মোহাম্মদপুরের টাউন হলে এক অনুষ্ঠানে এই আসন থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করার কথা জানান। যেখানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বিএনপি সূত্র বলছে, দীর্ঘ আলোচনা ও মূল্যায়নের পর জোটের পক্ষ থেকে এই আসনে ববি হাজ্জাজকে ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হয়েছে। আগে এই আসনে আব্দুস সালাম বিএনপি প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করলেও এবার কৌশলগত কারণে নতুন প্রার্থী হিসেবে ববিকেই মাঠে নামানো হয়েছে।
স্থানীয়রাও মনে করছেন, ববি হাজ্জাজের তরুণদের মধ্যে জনপ্রিয়তা,পরিচ্ছন্ন ভাবমূর্তি আছে। ফলে নির্বাচনী মাঠ নতুনভাবে সাজানো সহজ হবে।
এদিকে গ্রিন সিগন্যাল পেয়ে ববি হাজ্জাজ এখন মাঠে পুরোপুরি সক্রিয়। মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলানগর এলাকায় নির্বাচনী প্রচারপত্র বিতরণ করছেন।
নির্বাচন নিয়ে ববি হাজ্জাজ বলেন, ঢাকা-১৩ আসনের মানুষ উন্নয়ন চায়, পরিবর্তন চায়, গণতন্ত্র চায়। আমি সেই পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাস করি। বিএনপি নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে আমি জনগণের স্বপ্ন বাস্তবায়নের লড়াইয়ে নামছি।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ববি হাজ্জাজের প্রার্থী হওয়া বিএনপির জন্য একটি নতুন দিক উন্মোচন করতে পারে। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী রাজনীতির ভেতরে তরুণ, শিক্ষিত ও আধুনিক চিন্তার একজন প্রার্থীকে সামনে আনা বিএনপির ভোটব্যাংকেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
ঢাকা-১৩ আসন সবসময়ই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের ত্রিমুখী লড়াইয়ে এই আসনটি বরাবরই ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। এবার বিএনপি জোটের সমর্থনে ববি হাজ্জাজের আগমন সেই লড়াইয়ে নতুন রঙ যোগ করবে। ইতোমধ্যে এলাকাজুড়ে তার পক্ষে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
বিকেলে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন
বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার-অপকৌশল দৃশ্যমান: তারেক রহমান