ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

‘মাদকমুক্ত দেশ গড়তে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার বিকল্প নেই’

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৭:১৫ পিএম

মাদকমুক্ত বাংলাদেশ গড়তে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী, দলের জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর গুলশান-২ এর একটি অফিসে বনশ্রী সমমনা পরিষদের নেতাকর্মীদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

এ দিন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে মনোনয়ন পাওয়ায় তাকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানায় বনশ্রী সমমনা পরিষদের নেতৃবৃন্দ।

এসময় ড. এম এ কাইয়ুম বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাদক র্নিমুলে বিএনপি সবসময় জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। এই দেশে মাদক কারবারি কিংবা মাদক গ্রহীতা কারো স্থান হবে না। সমাজের প্রতিটি স্থান থেকে মাদক কারবারিদের চিহ্নিত করতে হবে। সে জন্য প্রয়োজন আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা এবং জনগণের অংশগ্রহণ।’

এই সমাজ থেকে পুরোপুরিভাবে মাদককে নির্মূল করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সমাজে মাদকের কারবার করে ২-৩% মানুষ। কিন্তু আমার বাকি ৯৭-৯৮% মানুষ মিলেও তাদের প্রতিরোধ করতে পারছি না একমাত্র আইনের দুর্বলতার জন্য। এই সমাজ গড়ার দায়িত্ব আমাদেরই নিতে হবে, আপনাদেরকে সাথে নিয়ে এই সমাজকে আমরা মাদক মুক্ত করবো ইনশাআল্লাহ্।’

ড. এম এ কাইয়ুম বলেন, ‘আপনারা জানেন যে আমরা বাড্ডা, ভাটারা, রামপুরা ও হাতিরঝিল আংশিক এলাকায় ইতোমধ্যেই ঘোষণা করেছি এসব এলাকায় মাদক কারবারি এবং চাঁদাবাজদের কোনো স্থান নেই। আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাদের কাজ করার সুযোগকে সহজ করে দিবেন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব এজিএম শামসুল হক, বনশ্রী সোসাইটি সমমনা পরিষদের সভাপতি মো. শাহাবুদ্দিন শিকদার, ড. রেজাউল করিম রেজা, মুক্তিযোদ্ধা এম এ মতিনসহ সমমনা পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

FJ
আরও পড়ুন