ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এনসিপির মনোনয়ন আবেদন সংগ্রহের সময় বাড়লো

আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০৮:৫২ এএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন শিডিউল অনুযায়ী, আগামী ২০ নভেম্বর পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীরা আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মধ্যরাতে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী এ ঘোষণা দেন।

পূর্বের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মনোনয়ন সংগ্রহের শেষ সময় ছিলো। এর আগে গত ৬ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে দলটি।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, মনোনয়নের জন্য আবেদন জমা দেওয়ারও শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

যেভাবে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেবেন

অনলাইনে আবেদন করতে হলে, যে কেউ ওয়েবসাইটে প্রবেশ করে ফর্ম পূরণ ও জমা দিতে পারবেন। আর সরাসরি আবেদনের ক্ষেত্রে– মনোনয়ন আবেদন ফর্ম সংগ্রহ করা যাবে দুইভাবে।

১. সরাসরি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে (২য় তলা)।

২. এনসিপির মুখ্য সংগঠক (উত্তর ও দক্ষিণাঞ্চল) অথবা বিভাগীয় ১০ সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে যোগাযোগ করে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে।

NB/AHA
আরও পড়ুন