ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ময়মনসিংহ-১১ আসন 

বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৪:০৭ এএম

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চুর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল করা হয়েছে। 

শুক্রবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হবিরবাড়ীর সিডস্টোর বাজার এলাকায় এই মশাল মিছিল করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের একাংশের নেতাকর্মীরা।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ আসনে বিএনপির প্রার্থী মনোনয়নে দলীয় নেতাকর্মী ও তৃণমূলের কর্মী-সমর্থকদের মতামতকে উপেক্ষা করা হয়েছে। তাদের পছন্দ ও জনপ্রিয়তার মূল্যায়ন না করেই কেন্দ্রীয় নেতৃত্ব কিছুদিন আগে চাঁদাবাজিসহ নানা অপকর্মের দায়ে বহিষ্কার হওয়া বিএনপি নেতা ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চুকে মনোনয়ন দেন, যা প্রত্যাখ্যান করেছেন তৃণমূলের অধিকাংশ নেতাকর্মী। তারা শুক্রবার রাতে চাঁদাবাজির দায়ে বহিষ্কার হওয়া ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চুর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল করেন। মিছিলে ‘চাঁদাবাজের মনোনয়ন মানি না, মানবো না’ এমন স্লোগান দিতে শোনা যায়।

মশাল মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা দাবি করেন, ভালুকা উপজেলার আপামর জনতা ও দলীয় নেতাকর্মীদের অধিক পছন্দের নেতা ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলমকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হোক।

ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু বলেন, ‘শুনেছি ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চুর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিলটি করা হয়েছে।’

HN
আরও পড়ুন