ঢাকা
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দেশের প্রতিটি খাতে জবাবদিহিতা-স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: আমীর খসরু

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৬:০৮ পিএম

আগামীর বাংলাদেশ গড়তে হলে দেশের প্রতিটি খাতে জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) হলে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

২৫ বছরে পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি ৩য় অবস্থানে এসেছে- এ কথা জানিয়ে বিএনপির এ নেতা বলেন, দেশে ব্যাংকিং সেক্টরে বিগত দিনে লুটপাটের মহোৎসব চলেছে। যারা ব্যাংক থেকে টাকা নিয়ে গেছেন তারা লাভবান হয়েছেন কিন্তু কোম্পানির কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আমীর খসরু বলেন, ইন্সুরেন্স কোম্পানিতে যারা টাকা রেখেছেন অনেক কোম্পানি টাকা ফেরত দিতে পারছে না। এই রকম ২০টি কোম্পানি আছে দেশে। যারা লুটপাট করেছে সেইসব ইন্সুরেন্স কোম্পানির অবস্থাগুলো আজ ভেবে দেখুন। আগামী দিনে ক্ষমতায় আসলে আমরা এইটা চলতে দিব না। এইসব জায়গায় বড় সংস্কার করতে হবে।

বাংলাদেশে এতোগুলো ইন্সুরেন্স কোম্পানির দরকার ছিল এমন প্রশ্ন রেখে তিনি বলেন, বিগত সরকার দলীয় বিবেচনায় অনেক ইন্সুরেন্স কোম্পানিকে অনুমোদন দিয়েছে।
 
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ২৫ বছর পূর্তিতে তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এই খাতে বড় ধরনের সংস্কার করা হবে। সেই সাথে স্বচ্ছতা নিশ্চিতে আর্থিক সেক্টর দলীয়করণ মুক্ত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন।আগামীর বাংলাদেশ গড়তে হলে সব সেক্টরে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি।

LH/FJ
আরও পড়ুন