আজ পবিত্র শবে মেরাজ 

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০৩:৪৩ এএম

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত পবিত্র শবে মেরাজ। হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ রাতে আল্লাহর প্রিয় হাবিব নবী ও রসুল হজরত মুহাম্মদ (সা.) আল্লাহ রব্বুল আলামিনের দিদার লাভ করেছিলেন। 

মহান আল্লাহর মেহমান হিসেবে আরশে আজিমে গিয়ে উম্মতে মোহাম্মদির জন্য পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে তিনি দুনিয়াতে ফিরে এসেছিলেন। 

সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহর হুকুমে বরকতময় এই রাতে মেরজা বা ঊর্ধ্বাকাশ ভ্রমণের বিশেষ মর্যাদা লাভ করেছিলেন তিনি। এ কারণেই উম্মতে মোহাম্মদির কাছে এ রাতটি অত্যন্ত মহিমান্বিত। 

পবিত্র কোরআনে এই অলৌকিক ঘটনাকে ইসরা (রাতে ভ্রমণ) ও মিরাজ (ঊর্ধ্বগমন) হিসেবে বর্ণনা করা হয়েছে। পবিত্র শবেমেরাজ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আজ বাদ জুমা বায়তুল  মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে। 

এ উপলক্ষে দেশের সব মসজিদ, মাদ্রাসা, খানকা, ধর্মীয় ও সামাজিক সংগঠন ওয়াজ মাহফিল, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি গ্রহণ করেছে। 

এ মহিমান্বিত রাতটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র কোরআন তিলাওয়াত, নফল নামাজ আদায়, জিকির-আসকার, দোয়া-দরুদ ও ইবাদত-বন্দেগির মাধ্যমে পালন করা হবে। 

HN
আরও পড়ুন