আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৪-এর ফরিদপুর বিভাগের প্রথম অডিশন শেষে চূড়ান্ত পর্বের জন্য ৫০জনকে কার্ড দেওয়া হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) সকালে অডিশনে ফরিদপুর বিভাগের সাড়ে ৫ শতাধিক কুরআনের পাখি রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ করে। সেখান থেকে ৫০ জন হাফেজকে বাছাই করা হয়েছে। এর মধ্যে জাতীয়ভাবে অংশ নেওয়ার জন্য ১০ জন হাফেজকে ইয়েস কার্ড দেওয়া হবে।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, জাতীয় মসজিদ বায়তুল মোকারমের মুফতি এহসানুল হক জিলানী পেশ ইমাম, ঢাকা টিপটপ জামে মসজিদের খতিব হযরত মাওলানা আরিফুদ্দিন মারুফ, হাফেজ ক্বারী হাসান, হাফেজ ক্বারী মহসিন, হাফেজ মো. হেদায়েত উল্লাহ, হাফেজ আবু নাঈম, হাফেজ মো. তাউহিদুজ্জামান, হাফেজ মো. ওমর ফারুক, হাফেজ মেজবাউদ্দিন, হাফেজ বেলাল হোসাইন ও হাফেজ মাওলানা শরিফুল ইসলাম।
এবারের কুরআনের নূর প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ের প্রথম বিজয়ী হাফেজ পাবে ১০ লাখ টাকা ও সম্মাননা। দ্বিতীয় বিজয়ী পাবে ৭লাখ টাকা ও সম্মাননা। তৃতীয় পুরস্কার ৫ লাখ টাকা ও সম্মাননা। চতুর্থ ও পঞ্চম পুরস্কার ২ লাখ টাকা করে এবং সম্মাননা। এছাড়া ষষ্ঠ থেকে অষ্টম স্থান অর্জনকারী বাকি তিনজন পাবে ১ লাখ টাকা করে আর্থিক পুরস্কার ও সম্মাননা।
