পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৪৪ হাজার ৭১৮ জন সৌদি আরবে পৌঁছেছেন। বৃহস্পতিবার (১৫ মে) সকালে হজ পোর্টালে প্রকাশিত বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
বুলেটিনের তথ্য অনুযায়ী, ৪৪ হাজার ৭১৮ জনের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব গেছেন ৪ হাজার ৫৮৩ জন। বেসরকারি মাধ্যমে গেছেন ৪০ হাজার ১৩৫ হজযাত্রী।
এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন।
চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ছয় জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। হজযাত্রীদের দেশে ফেরার ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।