ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কোন দেশে কীভাবে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

আপডেট : ০৭ জুন ২০২৫, ১২:৪৮ পিএম

বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ সমগ্র দক্ষিণ এশিয়া এবং বিভিন্ন দেশে আজ শনিবার (০৬ জুন) পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। শুক্রবার (০৫ জুন) এশিয়ার মধ্যপ্রাচ্য ও কয়েকটি দেশে উদযাপন করা হয়েছে ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় এই ধর্মীয় উৎসব। 

বিশ্বের মুসলিমদের জন্য ঈদুল আজহার দিন সামর্থ্যবান মুসলিমরা ঈদের জামাত শেষে আল্লাহর উদ্দেশ্যে গরু, ছাগল, ভেড়া, মহিষ, উট, দুম্বা ইত্যাদি নির্দিষ্ট কিছু পশু কোরবানি করেন। কোরবানির পশুর মাংস তিন ভাগে ভাগ করা হয়। সেই তিন ভাগের এক ভাগ নিজের জন্য রেখে বাকি মাংস আত্মীয়-স্বজন ও দুস্থ-অসহায়দের মাঝে বিতরণ করা হয়।

বিভিন্ন  দেশে ছড়িয়ে আছে মুসলিম সম্প্রদায়ের লোকজন। তারা তাদের নিজ নিজ সংস্কৃতি অনুযায়ী ঈদুল আজহা উদযাপন করছেন।  

ঈদ উদযাপনের কিছু ছবি প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স—

মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে ঈদুল আজহা উদযাপিত হয়েছে শুক্রবার (৬ জুন)। মসুল শহরের একটি মসজিদে ঈদের নামাজ আদায় করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা
মসজিদের বাইরের মাঠে ঈদের জামাতে বসেছেন মুসল্লিরা। অদূরেই খেলছে শিশুরা ফিলিপাইনের তাগুইগ শহরের দৃশ্য

জেরুজালেমের আল আকসা চত্বরে ঈদুল আজহা উদযাপন। শুক্রবার (৬ জুন) ঈদ উদযাপিত হয়েছে সেখানে।

জেরুজালেমের দামাস্কাস গেট এলাকায় বেলুন বিক্রি করছেন এক ব্যক্তি।

ঈদুল আজহা উপলক্ষ্যে জনসমাগম আল আকসা চত্বরে

  কেনিয়ায় রাজধানী নাইরোবির এনগারা এলাকায় স্যার আলী মুসলিম ক্লাব মাঠের বাইরে মুখোশ ও বাচ্চাদের খেলনা বিক্রি করছেন এক ব্যক্তি।

ঈদ উপলক্ষ্যে কেনিয়ার স্যার আলী মুসলিম ক্লাব গ্রাউন্ড এলাকায় মেলা বসেছে। মেলায় রাইডে চড়েছেন দু’জন। ছবি ৬ জুনের।

রাশিয়ার রাজধানী মস্কোতে ঈদ গণ-জামাতে দাঁড়িয়েছেন মুসল্লিরা।

নিউইয়র্ক ব্রুকলিন শহরের মসজিদ আত-তাকওয়া এলাকায় ঈদের জামাত। ৬ জুন ঈদুল আজহা উদযাপন করেছেন মার্কিন মুসলিমরা

আইভরি কোস্টে ঈদ জামাদের পর সড়কে পশু কোরবানির আয়োজন চলছে

আইভরি কোস্টে ঈদ জামাদের পর সড়কে পশু কোরবানির আয়োজন চলছে

ইসরায়েলের ঈদের জামাতের জন্য দাড়িয়ে থাকা এক মুসলিম নারী

ইসরায়েলি বাহিনীর গোলায় ধ্বংস হয়ে যাওয়া আল-আলবানি মসজিদ চত্বরে ঈদুল আজহার জামাত। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে

RF
আরও পড়ুন