বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ সমগ্র দক্ষিণ এশিয়া এবং বিভিন্ন দেশে আজ শনিবার (০৬ জুন) পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। শুক্রবার (০৫ জুন) এশিয়ার মধ্যপ্রাচ্য ও কয়েকটি দেশে উদযাপন করা হয়েছে ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় এই ধর্মীয় উৎসব।
বিশ্বের মুসলিমদের জন্য ঈদুল আজহার দিন সামর্থ্যবান মুসলিমরা ঈদের জামাত শেষে আল্লাহর উদ্দেশ্যে গরু, ছাগল, ভেড়া, মহিষ, উট, দুম্বা ইত্যাদি নির্দিষ্ট কিছু পশু কোরবানি করেন। কোরবানির পশুর মাংস তিন ভাগে ভাগ করা হয়। সেই তিন ভাগের এক ভাগ নিজের জন্য রেখে বাকি মাংস আত্মীয়-স্বজন ও দুস্থ-অসহায়দের মাঝে বিতরণ করা হয়।
বিভিন্ন দেশে ছড়িয়ে আছে মুসলিম সম্প্রদায়ের লোকজন। তারা তাদের নিজ নিজ সংস্কৃতি অনুযায়ী ঈদুল আজহা উদযাপন করছেন।
ঈদ উদযাপনের কিছু ছবি প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স—













