পাপের অন্ধকারে মানুষ যখন নিমজ্জিত হয়, তখনই দেখা দেয় ধ্বংস, বিপর্যয় ও মানবতার অবক্ষয়। তাই এ কথা অবলীলায় বলা যায়, মানুষের প্রকৃত মুক্তি নিহিত রয়েছে গুনাহ থেকে বেঁচে থাকায়, আর আল্লাহর আনুগত্যে নিজেকে গড়ে তোলায়।
সহজ কৌশলে একটি গুনাহমুক্ত জীবন গড়ে তুলতে পারি| কোরআন, হাদিস, ইসলামী মনীষীদের উপদেশ এবং আধুনিক বিজ্ঞান এ ব্যাপারে আমাদের এক অনন্য পথরেখা প্রদান করেছে।
সেগুলো হচ্ছে—
১) তাওবা যা পাপমুক্তির প্রথম দরজা
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আদম সন্তানরা সবাই ভুল করে, আর উত্তম ভুলকারী তারা, যারা তাওবা করে। ’ (তিরমিজি, হাদিস : ২৪৯৯)
২) নামাজ যা গুনাহ থেকে রক্ষার ঢাল
মহান আল্লাহ তাআলা বলেন; ‘নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। ’ (সুরা আনকাবুত, আয়াত : ৪৫)
৩) সৎসঙ্গ গ্রহণ
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মানুষ তার বন্ধুর রীতিনীতির (দ্বীন ধর্মের) অনুসারী হয়। কাজেই তোমাদের প্রত্যেকেই যেন লক্ষ করে, সে কার সঙ্গে বন্ধুত্ব করছে। ’ (আবু দাউদ, হাদিস : ৪৮৩৩)
৪) বেশি বেশি কোরআন তিলাওয়াত
মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই এই কোরআন এমন পথের দিকনির্দেশ করে, যা সর্বাধিক সঠিক। ’ (সুরা ইসরা, আয়াত : ৯)
৫) নফল ইবাদত ও সুন্নাহ পালন
রাসুলুল্লাহ (সা.) বলেন, মহান আল্লাহ বলেছেন ‘আমার বান্দা নফল আমল দ্বারা ক্রমাগত আমার নিকটবর্তী হতে থাকে, অবশেষে আমি তাকে ভালোবাসতে থাকি। ’ (বুখারি, হাদিস : ৬৫০২)
৬) আত্মসমালোচনা ও আত্মপর্যালোচনা
হাসান আল-বসরি (রহ.) বলেছেন, ‘তুমি নিজের হিসাব নাও মৃত্যুর আগে; কারণ কিয়ামতের দিন তোমার হিসাব নেওয়া হবে। ’
মর্যাদা বৃদ্ধির সহজ আমল