ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফাইভ-জি ইন্টারনেট নিয়ে যা বললেন বিটিআরসি চেয়ারম্যান

‘সকাল সন্ধ্যা পাল্টাতে হয় এমন কোনো নীতিমালা টেলিকম খাতে তৈরি করা হবে না। এইখাতকে ঢেলে সাজিয়ে নতুন নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি করা হবে। যেখানে মধ্যস্বত্বভোগী থাকবে না। অসুস্থ প্রতিযোগিতা তৈরি হবে না।’

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৭:১৩ পিএম

দেশে ফাইভজি সেবা কবে নাগাদ চালু হবে সেটা এই মুহূর্তে বলতে পারছি না। তবে ফাইভজি সেবা চালু করতে বিটিআরসি কাজ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী।

তিনি বলেন, ‘ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেটের শুল্ক আরোপ নিয়ে কমিশন কোনো মন্তব্য করবে না। এটা সরকারের বিষয়।’

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি মিলনায়তনে টেলিকম খাতের সংস্কার নিয়ে সংবাদ সম্মেলনে এমব মন্তব্য করেন তিনি।

এমদাদ উল বারী বলেন, ‘সকাল সন্ধ্যা পাল্টাতে হয় এমন কোনো নীতিমালা টেলিকম খাতে তৈরি করা হবে না। এ খাতকে ঢেলে সাজিয়ে নতুন নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি করা হবে। যেখানে মধ্যস্বত্বভোগী থাকবে না। অসুস্থ প্রতিযোগিতা তৈরি হবে না।’
 
ডিজিটাল উন্নয়ন সহযোগী খাত হিসেবে গড়ে তুলতে সরকারকে পরামর্শ দেয়া হবে জানিয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, ‘এর ওপর ভিত্তি করে নীতিমালা তৈরি হবে। এক্ষেত্রে পরিস্কার ও টেকসই নীতিমালার ঘাটতি দেখা যাচ্ছে। বিনিয়োগকারীরা আগ্রহী হচ্ছে না। জটিল ও টুকরো টুকরো নেটওয়ার্ককে এক সুতোয় গাঁথতে রিভিউ করে সহজ, সক্ষম ও সাশ্রয়ী নেটওয়ার্ক গড়ে তোলা হবে।’ 
 
আগামী মার্চের মধ্যে গ্রাহকবান্ধব একটা নীতিমালা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী।

MN
আরও পড়ুন