রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ইলেকট্রিক গাড়ির মেলা। দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের অংশগ্রহণে এই মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে, যেখানে পরিবেশবান্ধব যানবাহনের সর্বশেষ প্রযুক্তি ও উদ্ভাবন তুলে ধরা হচ্ছে।
মেলায় অন্যতম আকর্ষণ হিসেবে নিজেদের বিভিন্ন মডেলের বৈদ্যুতিক গাড়ি প্রদর্শন করছে আকিজ মটরস।
প্রতিষ্ঠানটির একজন প্রতিনিধি জানান, তাদের ‘সবার জন্য গাড়ি’ স্লোগানের অংশ হিসেবে অল্প বয়স থেকে শুরু করে বয়স্ক ব্যক্তি পর্যন্ত সকলের ব্যবহার উপযোগী যানবাহন তৈরি করাই তাদের লক্ষ্য। মেলায় তারা 'বন্ধু' নামের একটি তিন চাকার গাড়ি প্রদর্শন করছে, যা বয়স্ক এবং নারীদের জন্য বিশেষভাবে উপযোগী। এছাড়াও 'পঙ্খিরাজ', 'দুর্জয়' ও 'দুরন্ত' নামের একাধিক মডেলের স্কুটি এবং 'সঙ্গী' নামের একটি মডেলও প্রদর্শন করা হচ্ছে, যা দেখতে অনেকটা প্রাইভেট কারের মতো।
আকিজ মটরসের পক্ষ থেকে আরও জানানো হয়, তাদের গাড়িগুলো পরিবেশবান্ধব এবং শব্দহীন। একবার পূর্ণ চার্জে মাত্র ৭ থেকে ১০ টাকা খরচ হয়, যা সারাদিনের যাতায়াতের জন্য যথেষ্ট। উন্নত ব্রেকিং সিস্টেমের কারণে প্রচলিত লোকাল গাড়ির চেয়ে এগুলো অনেক বেশি নিরাপদ বলেও দাবি করেন তারা।
এই মেলার আরেকটি উল্লেখযোগ্য আকর্ষণ হচ্ছে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (IUB)-এর শিক্ষার্থীদের তৈরি একটি ফর্মুলা রেসিং কার। সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই গাড়িটি আন্তর্জাতিক ‘ফর্মুলা স্টুডেন্ট’ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বানানো হয়েছে।
এক শিক্ষার্থী বলেন, ‘আমরা এখানে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে একটি পাওয়ার ট্রেইন তৈরি করেছি। মোটর কন্ট্রোলার থেকে শুরু করে প্রায় সবকিছুই আমাদের নিজেদের ডিজাইন করা।’ তাদের এই উদ্ভাবন দেশের তরুণ প্রজন্মের সক্ষমতাকে তুলে ধরেছে।
এই মেলাটি কেবল বাণিজ্যিক প্রদর্শনীর মধ্যেই সীমাবদ্ধ না থেকে দেশের ভবিষ্যৎ পরিবহন ব্যবস্থার একটি ঝলকও প্রদর্শন করছে। একদিকে যেমন বড় প্রতিষ্ঠানগুলো সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী বৈদ্যুতিক যানবাহন বাজারে আনছে, তেমনই অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজস্ব প্রযুক্তিতে বিশ্বমানের গাড়ি তৈরি করে দেশের সম্ভাবনা তুলে ধরছে।
বাজারে এলো আকিজ ড্রিংকিং ওয়াটার
শিগগিরিই আসছে Samsung Galaxy A57, ইন্টার্নাল টেস্টিং শুরু