কোল্ড প্লে কনসার্টে সহকর্মীর সঙ্গে অন্তরঙ্গের দৃশ্য ভাইরাল হয়ে যাওয়ার পর নিউ ইয়র্ক-ভিত্তিক প্রযুক্তি কোম্পানি অ্যাস্ট্রোনোমারের প্রধান নির্বাহী অ্যান্ডি বায়রন তার পদ থেকে পদত্যাগ করেছেন।
সংস্থার বিবৃতির বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সিইও অ্যান্ডি বাইরন পদত্যাগ করেছেন।
অ্যাস্ট্রোনমারের পরিচালনা পর্ষদ বাইরনের পদত্যাগপত্র গ্রহণ করেছে এবং এখন তারা পরবর্তী সিইওর সন্ধানে নেমেছে। এর আগে বাইরনকে ছুটিতে পাঠানোর কথা জানানো হয়েছিল।
বাইরনের ভাইরাল ভিডিও প্রকাশের পর অনলাইনে একটি কথিত বিবৃতি ছড়িয়ে পড়েছিল, যেখানে বাইরন ঘটনা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছিল। তবে অ্যাস্ট্রোনমার লিঙ্কডইন পোস্টে জানিয়েছিল, বাইরন ‘কোনো বিবৃতি দেননি’ এবং ‘এ সংক্রান্ত সমস্ত খবর ভুল’।
গত বুধবার, ম্যাসাচুসেটসের ফক্সবোরোতে অবস্থিত জিলেট স্টেডিয়ামে কোল্ডপ্লে কনসার্টের ‘কিস ক্যাম’ স্ক্রিনে বাইরনকে কোম্পানির প্রধান মানবসম্পদ কর্মকর্তা ক্রিস্টিন ক্যাবটের সঙ্গে দেখা গিয়েছিল। ক্যাবটকে পেছন থেকে জড়িয়ে ধরে গানের তালে দুলছিলেন বাইরন। এ অবস্থায় দুজনকে বড় স্ক্রিনে দেখা যায়। বিষয়টি টের পাওয়ার সঙ্গে সঙ্গে দুজনেই অপ্রস্তুত হয়ে পড়েন এবং ক্যামেরার আড়াল হয়ে যান।

এদিকে ২০১৮ সালে প্রতিষ্ঠিত ডেটা অপারেশনস কোম্পানি অ্যাস্ট্রোনমার স্বীকার করেছে, তাদের কোম্পানির পরিচিতি রাতারাতি পরিবর্তিত হতে পারে। তবে তাদের লক্ষ্য ডেটা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সমস্যা সমাধানেই কেন্দ্রীভূত থাকবে।
এর আগে গত শুক্রবার কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছিল, তদন্ত চলাকালীন সিইও বাইরনকে ছুটিতে থাকবেন। অ্যাস্ট্রোনমারের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান পণ্য কর্মকর্তা পিট ডেজয় অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন।
বাইরনের লিঙ্কডইন অ্যাকাউন্টও প্রাইভেট করা হয়েছে। শুক্রবারের বিবৃতির পরই কোম্পানির নেতৃত্বস্থানীয় কর্মকর্তাদের জন্য নির্দিষ্ট ওয়েব পেজ থেকে তার নাম সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে সেই পেজে সহ-প্রতিষ্ঠাতা ডেজয়কে সিইও হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
তবে বাইরন এখনো কোম্পানির ওয়েবসাইটে পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে তালিকাভুক্ত আছেন।
