স্মার্টওয়াচ শুধু সময় দেখার যন্ত্র নয়-এটা এখন ফিটনেস, স্বাস্থ্য পর্যবেক্ষণ, কল-বার্তা গ্রহণ এবং এমনকি পেমেন্টের মাধ্যম হিসেবেও ব্যবহৃত হচ্ছে। চাহিদার কথা মাথায় রেখেই স্মার্ট গ্যাজেট নির্মাতা সংস্থাগুলো একের পর এক স্মার্টওয়াচ আনছে বাজারে। এই তালিকায় মেটা যুক্ত হয়েছে অনেক আগেই। তবে এবার নতুন স্মার্টওয়াচে তারা যুক্ত করছে ক্যামেরা।
২০২৫ এর সেপ্টেম্বরেই সেই ঘড়ি বাজারে আসতে চলেছে। এখনো স্মার্টওয়াচটির ফিচার, দাম সম্পর্কে জানা যায়নি। এজন্য সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হবে।
মেটার স্মার্টওয়াচের প্রকল্পটি প্রথম ২০২১ সালে প্রকাশিত হয়েছিল, স্মার্টওয়াচটির কোডনাম ছিল ‘মিলান’। সেই সময়, এটি একটি ঘড়ি বলে মনে করা হয়েছিল যার স্ক্রিন প্রান্তের চারপাশে বাঁকা। মেটা স্মার্টওয়াচটি ডিসপ্লের নিচে একটি সামনের দিকের ক্যামেরা এবং ফ্রেমের ডানদিকে একটি ম্যানুয়াল নিয়ন্ত্রণ বোতাম বহন করবে বলে জানা গেছে।
কয়েক মাস পরে, মেটার রিয়েলিটি ল্যাবস বিভাগ কর্তৃক তৈরি একটি ডুয়াল-ক্যামেরা স্মার্টওয়াচ সামনে আসে। একটি প্রতিবেদনে, একটি ছবিও দেখা যায় যেখানে স্মার্টওয়াচের একটি প্রোটোটাইপের সামনে এবং পিছনে যথাক্রমে ৫-মেগাপিক্সেল ক্যামেরা এবং ১০-মেগাপিক্সেল ক্যামেরা দেখানো হয়েছে। এতে একটি সোনালি রঙের আবরণ ছিল যার একপাশে দুটি বোতাম ছিল।
তবে এই প্রকল্পটি শেষ পর্যন্ত ২০২২ সালের জুনে স্থগিত করা হয়েছিল। অবশেষে তিন বছর পর সেপ্টেম্বরে অপেক্ষার অবসান হতে চলেছে। সূত্র: গ্যাজেট ৩৬০
