ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভিউ বাড়াতে নতুন সুবিধা চালু করতে যাচ্ছে ইউটিউব

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১২:২৮ পিএম

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব এখন বিনোদনের জন্য সেরা মাধ্যম। শখ থেকে কিংবা অনলাইনে আয়ের জন্য অনেকেই আজকাল ইউটিউবে চ্যানেল খুলে নিয়মিত ভিডিও পোস্ট করেন।

এ ক্ষেত্রে অনেকেরই অভিযোগ, ভালোমানের ভিডিও প্রকাশ করার পরও তার ভিউ হয় না বেশি। এবার নির্মাতাদের সহজে ভিডিওর দর্শক সংখ্যা বাড়ানোর সুযোগ দিতে ‘কনটেন্ট কোলাবরেশন’ সুবিধা চালু করতে যাচ্ছে ইউটিউব।

ইউটিউবের তথ্যমতে, কনটেন্ট কোলাবরেশন সুবিধা চালু হলে ভিডিও নির্মাতারা নিজেদের তৈরি ভিডিওতে অন্য নির্মাতাদের নাম সরাসরি ট্যাগ করতে পারবেন। ফলে দর্শকেরা ট্যাগ করা নির্মাতাদের সহজেই খুঁজে পাওয়ার পাশাপাশি তাঁদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবেন। তবে ইউটিউবে কনটেন্ট কোলাবরেশনের জন্য অন্য নির্মাতাদের সম্মতি প্রয়োজন হবে।

অর্থাৎ কোনো ভিডিওতে ট্যাগ করার আগে সংশ্লিষ্ট নির্মাতাকে আগে ইনভাইটেশন পাঠাতে হবে এবং তাঁকে সেই ইনভাইটেশন গ্রহণ করতে হবে। অনুমতি না থাকলে কারও নাম যুক্ত করা যাবে না।

এ ব্যাপারে ইউটিউবের হেল্প পেজে এক ঘোষণায় বলা হয়েছে, কনটেন্ট কোলাবরেশন অপশনটি প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু নির্মাতাদের জন্য চালু করা হয়েছে। ভবিষ্যতে অপশনটি বিস্তৃতভাবে চালুর পরিকল্পনা রয়েছে। এটি চূড়ান্তভাবে চালু হলে নির্মাতারা একে অপরের সঙ্গে যৌথভাবে কাজ করতে পারবেন। যা নির্মাতাদের ভিডিওর ভিউ বাড়াতে সহায়তা করবে।

AHA
আরও পড়ুন