ইউটিউব হতে পারে আপনার উপার্জনের মাধ্যম

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৯:৪১ এএম

বৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। যা গুগলের নিয়ন্ত্রণাধীন। এই নেট মাধ্যমটি কেবলমাত্র বিনোদনের খোরাকই জোগায় না, কনটেন্ট ক্রিয়েটরদের অর্থও জোগায়। বিশ্বের লাখ লাখ মানুষ ইউটিউবে কনটেন্ট তৈরি করে মাসে হাজার হাজার ডলার আয় করছেন। তবে ইউটিউব থেকে টাকা পেতে হবে বেশ কয়েকটি শর্ত আপনাকে পূরণ করতে হবে।

সবার প্রথমে এটা মনে রাখা আবশ্যক যে, ইউটিউব থেকে অর্থ উপার্জন করার জন্য কেবল ভিউ-ই শেষ কথা নয় বরং ক্রিয়েটরকে ইউটিউবের পার্টনার প্রোগ্রামের অংশ হতে হবে। তবে সেটা কিন্তু মুখের কথা নয়। কারণ এর জন্য প্রয়োজনীয় কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলো নিচে উল্লেখ করা হল-

১. চ্যানেলটির কমপক্ষে ১০০০ জন সাবস্ক্রাইবার থাকতে হবে।

২. বিগত ১২ মাসে চ্যানেলটির ৪০০০ ঘণ্টা ওয়াচ টাইম অথবা ১ কোটি শর্টস ভিউ (গত ৯০ দিনে) থাকতে হবে।

৩. ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স এবং পলিসি অনুসরণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

আপনি অনেক উপায়ে ইউটিউব থেকে অর্থ উপার্জন করতে পারেন। আপনি ওয়াইপিপি যোগ দিলে ইউটিউব আপনার ভিডিওতে বিজ্ঞাপন দেখাতে শুরু করে। ভিডিওতে বিজ্ঞাপন থেকে আপনি প্রতি ১০০০ ভিউ থেকে ১ থেকে ৫ ডলার  উপার্জন করতে পারেন। আপনার চ্যানেলে যদি আপনার ভালো সংখ্যক সাবস্ক্রাইবার এবং দর্শক থাকে, ব্র্যান্ডগুলো স্পনসরশিপের জন্য আপনার কাছে যেতে পারে।

আপনি ব্র্যান্ড প্রচারের মাধ্যমে ১০ হাজার থেকে ৫ লাখ টাকা আয় করতে পারেন। বড় ইউটিউবাররা তাদের গ্রাহকদের একচেটিয়া ভালো কনটেন্ট দিয়ে ইউটিউব সাবস্ক্রিপশন বাড়াতে পারেন। লাইভ স্ট্রিমিংয়ের সময় লোকেরা সুপার চ্যাটের মাধ্যমে টাকা পাঠাতে পারে। এছাড়াও অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আপনি একটি প্রোডাক্টের প্রচার করে কমিশন উপার্জন করতে পারেন। 

DR/AHA