বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বাজারে নিয়ে এলো তাদের নতুন ডিউরেবল স্মার্টফোন অপো এ৫ (৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ)। মাত্র ১৯,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে এই ডিভাইসটি, যা দেশের সকল অনুমোদিত অপো স্টোরে পাওয়া যাচ্ছে।
শক্তিশালী পারফরম্যান্সের পাশাপাশি অপো এ৫ ফোনটি আইপি৬৫ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স, ১৪-স্টার মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স, ও এসজিএস গোল্ড সার্টিফিকেশন নিয়ে এসেছে, যা একে করে তুলেছে একটি টেকসই পাওয়ারহাউজ। ফোনটির বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি নিশ্চিত করে দীর্ঘস্থায়ী ব্যাকআপ ও দ্রুত চার্জিং সুবিধা।

এতে রয়েছে উন্নত ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর, এবং ৫ মেগাপিক্সেলের এআই সেলফি ক্যামেরা, যা চমৎকার ফটোগ্রাফি ও স্মার্ট এডিটিং সুবিধা দেয় এআই ইরেজার ২.০ এর মাধ্যমে।
আলট্রা-ব্রাইট ১,০০০ নিট ডিসপ্লে, স্লিম ডিজাইন, এবং মিস্ট হোয়াইট ও অরোরা গ্রিন রঙের স্টাইলিশ লুক এই ফোনটিকে করে তুলেছে একটি আধুনিক ও ভার্সেটাইল ডিভাইস।
অপোর ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, অপো এ৫-এর মাধ্যমে, বাংলাদেশের আরও বেশি ব্যবহারকারী ডিউরেবল প্রযুক্তির অভিজ্ঞতা নিতে পারবেন, পারফরম্যান্স বা মানের কোনো আপস ছাড়াই।
অপোর সিস্টেম-লেভেল অপটিমাইজেশনের কারণে এটি এমন একটি ডিভাইস হয়েছে যা একইসাথে, টেকসই ও নির্ভরযোগ্য। আরও জানতে ভিজিট করুন OPPO Bangladesh Facebook অথবা oppo.com/bd।
আসুসের নতুন ল্যাপটপ ভিভোবুক এস১৪ এখন বাজারে