ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

টেকনো আনছে বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৯:০৩ পিএম

বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন টেকনো পভা স্লিম ৫জি আনতে যাচ্ছে টেকনো। সম্প্রতি চীনের বাজারে এই ফোনের টেস্টিং শুরু হয়েছে। এখন আন্তর্জাতিক বাজারে ফোনটি উন্মোচনের অপেক্ষায় আছে।

টেকনো দাবি করছে পভা স্লিম ৫ জি বিশ্বের সবচেয়ে পাতলা ফোন। এতে রয়েছে অত্যাধুনিক থ্রিডি কার্ভড ডিসপ্লে। ইতোমধ্যেই বিভিন্ন  ওয়েবসাইটে ফোনটির মাইক্রোসাইট লাইভ হয়েছে, যেখানে একাধিক বিশেষ ফিচার টিজ করা হয়েছে।

এআই প্রযুক্তি ও বিশেষ ফিচার

টেকনো তাদের এই ফোনে এআই প্রযুক্তির ব্যবহারকে এক নতুন মাত্রায় নিয়ে গিয়েছে। ফোনটিতে থাকবে এলা এআই অ্যাসিস্ট্যান্ট, যা একাধিক  ভাষায় সাপোর্ট করবে। এছাড়াও মিলবে এআই রাইটিং অ্যাসিস্ট্যান্ট, যা ব্যবহারকারীদের লেখালিখির ক্ষেত্রে সাহায্য করবে। আরেকটি বিশেষ ফিচার হলো কার্সেল টু সার্চ, যা সার্চ অভিজ্ঞতাকে আরও দ্রুত এবং সহজ করবে। ফোনটি এমনকি নো নেটওয়ার্ক কমিউনিকেশন ফিচার সমর্থন করবে, যার মাধ্যমে সেলুলার নেটওয়ার্ক ছাড়াই কল করা সম্ভব হবে।

ইউনিক ক্যামেরা মডিউল ও ডিজাইন

লিস্টিং থেকে জানা গিয়েছে, টেকনো পভা স্লিম ৫জি বিক্রির জন্য কোম্পানি প্রস্তুত। টিজার ইমেজে দেখা গিয়েছে, ফোনটির ক্যামেরা মডিউল একেবারেই ইউনিক স্টাইলে তৈরি। এটি পিল-শেপড ডিজাইনের, যা হরাইজন্টাল অবস্থানে বসানো হয়েছে। ক্যামেরার দুই প্রান্তে লেন্স রয়েছে এবং মাঝখানে রাখা হয়েছে একটি এলইডি ফ্ল্যাশ। আরও আকর্ষণীয় বিষয় হলো এর ডায়নামিক মুড লাইট ডিজাইন, যেখানে ক্যামেরার চারপাশে এলইডি লাইট যুক্ত থাকবে। এই বিশেষ ফিচার ফোনটিকে অন্যান্য স্মার্টফোনের ভিড় থেকে আলাদা করে তুলবে।

সম্ভাব্য স্পেসিফিকেশন

ফোনটিতে থাকবে মিডিয়াটেক ডায়মেনসিটি ৬৪০০ প্রসেসর, ৮ জিবি ব়্যাম, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০৮০ x ২৪০০ পিক্সেল রেজোলিউশন ডিসপ্লে।

সব মিলিয়ে টেকনো পভা স্লিম ৫জি শুধু বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন হিসেবেই নয়, বরং উন্নত এআই ফিচার, ইউনিক ক্যামেরা মডিউল এবং শক্তিশালী ব্যাটারির কারণে স্মার্টফোন মার্কেটে বিশেষ আগ্রহ তৈরি করেছে। স্মার্টফোনটি আগামী ৪ সেপ্টেম্বর ভারতের বাজারে উন্মোচিত হবে এবং ভারতের টেকপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে। 

LH/MMS
আরও পড়ুন