ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

১৫ সেকেন্ডেই শনাক্ত হবে হার্টের রোগ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:২০ এএম

হৃদরোগ নির্ণয়ে আসছে যুগান্তকারী প্রযুক্তি। মাত্র ১৫ সেকেন্ডে হৃদযন্ত্রের সমস্যা ধরতে সক্ষম এক অভিনব ‘এআই স্টেথোস্কোপ’ উদ্ভাবন করেছেন ব্রিটেনের গবেষকরা।

এর সাহায্যে দ্রুততম সময়ে শনাক্ত করা যাবে- হার্টের স্পন্দন অনিয়মিত কি না, হার্টের ভালভে কোনো সমস্যা আছে কি না কিংবা হৃদয়ে রক্ত প্রবাহ ঠিকভাবে হচ্ছে কি না।

গবেষকরা বলছেন, এই যন্ত্রের মাধ্যমে হৃদরোগের ঝুঁকি শুরু হওয়ার আগেই রোগীকে সতর্ক করা সম্ভব। ফলে অনেক ক্ষেত্রেই বড় ধরনের হার্ট অ্যাটাক বা জটিলতা এড়ানো যাবে। এটি বিশেষ করে গুরুত্বপূর্ণ, কারণ হার্টের অনিয়মিত স্পন্দন (কার্ডিয়াক অ্যারিদমিয়া) অনেক সময় উপসর্গ না থাকলে ধরা পড়ে না।

প্রথাগত স্টেথোস্কোপ যেখানে শুধু হার্টের শব্দ শুনিয়ে চিকিৎসককে সিদ্ধান্ত নিতে সাহায্য করে, সেখানে নতুন এই এআই স্টেথোস্কোপ শব্দ বিশ্লেষণ করে নিজেই সরাসরি রিপোর্ট দিতে পারবে। এক ধরনের ছোটখাটো ইসিজি করে কয়েক সেকেন্ডেই জানিয়ে দেবে হৃদযন্ত্রের অবস্থা।

প্রযুক্তিটির সবচেয়ে বড় সুবিধা হলো-

  • ১৫ সেকেন্ডেই ফলাফল
  • রোগীর হার্টরেট ও ছন্দ বিশ্লেষণ
  • ভালভের গোলমাল বা রক্তপ্রবাহে অনিয়ম শনাক্ত
  • কার্ডিয়াক অ্যারিদমিয়ার ঝুঁকি নিরূপণ

সম্প্রতি স্পেনের মাদ্রিদে ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিয়োলজির বার্ষিক সম্মেলনে যন্ত্রটির কার্যকারিতা তুলে ধরা হয়। সেখানে জানানো হয়, ইতোমধ্যে যুক্তরাজ্যের প্রায় ২০০টি ক্লিনিকে ১২ হাজার রোগীর ওপর এই এআই স্টেথোস্কোপের সফল প্রয়োগ হয়েছে।

যন্ত্রটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলেই এটি স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ব্যাপকভাবে ব্যবহার শুরু হবে বলে আশাবাদ জানিয়েছেন গবেষকরা।

বিশেষজ্ঞদের মতে, উন্নত চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত এলাকাগুলোতেও এই প্রযুক্তি বড় ভূমিকা রাখতে পারবে। চিকিৎসকের সরাসরি উপস্থিতি ছাড়াও রোগ নির্ণয় করা সম্ভব হবে, যা ভবিষ্যতের চিকিৎসা পদ্ধতিকে অনেকটাই বদলে দেবে।

NB/SN
আরও পড়ুন