ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

৬ বছরের আপডেট নিয়ে বাজারে এলো Samsung Galaxy A17 5G

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৫৪ পিএম

স্যামসাং বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের সর্বশেষ স্মার্টফোন গ্যালাক্সি এ১৭ ৫জি (Samsung Galaxy A17 5G)। অত্যাধুনিক এআই ফিচার, শক্তিশালী পারফরম্যান্স এবং দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্টের কারণে ফোনটি ইতোমধ্যেই আলোচনায় এসেছে।

ডিভাইসটিতে যুক্ত হয়েছে গুগল জেমিনাই এআই সমর্থিত ‘সার্কেল টু সার্চ’ ফিচার, যার মাধ্যমে স্ক্রিনে থাকা কোনো ছবি, লেখা বা বস্তুর চারপাশে বৃত্ত আঁকলেই সঙ্গে সঙ্গে পাওয়া যাবে সার্চ ফলাফল। বিদেশি ভাষা অনুবাদ, ছবি বা স্থানের তথ্য খুঁজে পাওয়া এমনকি পণ্য শনাক্ত করাও সম্ভব হবে এই ফিচারের মাধ্যমে। এছাড়াও ফোনটিতে রয়েছে ‘জেমিনাই লাইভ’, ‘অ্যাক্রোস অ্যাপস অ্যাকশন’ ও ‘এআই ইমেজ ক্রিয়েশন’এর মতো উন্নত ফিচার।

স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি-তে ব্যবহৃত হয়েছে এক্সিনোজ ১৩৩০ (৫ ন্যানোমিটার) ৫জি প্রসেসর ও ২.৪ গিগাহার্টজ অক্টাকোর সিপিইউ, যা গেমিং, মাল্টিটাস্কিং ও ভিডিও স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা আরও মসৃণ করে তুলবে। কোম্পানি জানিয়েছে, ফোনটিতে থাকবে ৬ বার অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং ৬ বছরের সিকিউরিটি আপডেট যা মধ্যম সারির স্মার্টফোনের ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করেছে।

ডিভাইসটিতে রয়েছে ৬.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, সঙ্গে ৯০ হার্টজ রিফ্রেশ রেট, যা ব্যবহারকারীদের স্ক্রিন অভিজ্ঞতা করবে আরও প্রাণবন্ত। ক্যামেরা সেটআপে আছে তিনটি সেন্সর ৫০ মেগাপিক্সেল মেইন, ৫ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। স্যামসাং জানিয়েছে, নন-ওআইএস ক্যামেরার তুলনায় এর সেন্সর ২.৫ গুণ বেশি আলো ধারণ করতে পারে, ফলে রাতের ছবিও হবে উজ্জ্বল ও স্পষ্ট।

গ্যালাক্সি এ১৭ ৫জি তিনটি সংস্করণে পাওয়া যাচ্ছে ৬/৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি রম মডেল। ফোনটির ওজন মাত্র ১৯২ গ্রাম এবং পুরুত্ব ৭.৫ মিলিমিটার, যা হাতে ধরতে আরামদায়ক। এর পেছনের অংশে ব্যবহার করা হয়েছে গ্লাস ফাইবার-রিইনফোর্সড পলিমার, আর ডিসপ্লেতে আছে গরিলা গ্লাস ভিক্টাস সুরক্ষা।

নতুন ডিভাইসটি নিয়ে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের এমএক্স ডিভিশনের হেড অব প্রোডাক্ট অ্যান্ড মারকম সৈয়দ মো. বদরুল আরিফিন বলেন, ‘আমাদের লক্ষ্য এমন স্মার্টফোন তৈরি করা যা ব্যবহারকারীদের প্রতিদিনের কাজ আরও সহজ করবে। আমরা বিশ্বাস করি, ‘অসাম ইন্টেলিজেন্স’ এর মাধ্যমে স্যামসাং ব্যবহারকারীরা এখন তাদের ডিভাইস থেকে আগের চেয়ে অনেক বেশি কিছু করতে পারবেন।’

স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি পাওয়া যাচ্ছে ব্ল্যাক, গ্রে ও ব্লু এই তিনটি রঙে। ফোনটির বাজারমূল্য শুরু হয়েছে ২৪,৯৯৯ টাকা থেকে।

NB/FJ
আরও পড়ুন