ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আজ কখন কোথায় দেখা যাবে বছরের শেষ সূর্যগ্রহণ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম

২০২৫ সালের শেষ সূর্যগ্রহণ আজ রোববার (২১ সেপ্টেম্বর) হতে যাচ্ছে। তবে এই মহাজাগতিক দৃশ্য বাংলাদেশ থেকে দেখা যাবে না। পঞ্জিকা অনুসারে, আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে সংঘটিত এই সূর্যগ্রহণ হবে আংশিক।

চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান করলে সূর্যের কিছু অংশ বা পুরোটা ঢেকে যায়। এই ঘটনাকেই সূর্যগ্রহণ বলা হয়। সাধারণত অমাবস্যার দিন এ ধরনের ঘটনা ঘটে।

সূর্যগ্রহণবাংলাদেশ সময় অনুযায়ী সূর্যগ্রহণের সময়সূচি

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম (বিএসটি) অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে রাত ১১টা ২৯ মিনিট ৪৮ সেকেন্ডে।

  • সর্বোচ্চ গ্রহণ হবে ২২ সেপ্টেম্বর রাত ১টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে।
  • গ্রহণ শেষ হবে রাত ৩টা ৫৩ মিনিট ৩৬ সেকেন্ডে।
    মোট স্থায়িত্বকাল প্রায় ৪ ঘণ্টা ২৪ মিনিট।

কোথা থেকে দেখা যাবে

এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে মূলত নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া ও পশ্চিম অ্যান্টার্কটিকা অঞ্চলে।

সূর্যগ্রহণ

গ্রহণের গতিপথ

  • গ্রহণের কেন্দ্রীয় গতিপথের বিবরণ অনুযায়ী
  • স্থানীয় সময় সকাল ৫টা ৫৩ মিনিটে যুক্তরাষ্ট্রের সামোয়া দ্বীপের উত্তর-পূর্বে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে গ্রহণ শুরু হবে।
  • সর্বোচ্চ গ্রহণ হবে সকাল ১০টা ১৩ মিনিটে, অ্যান্টার্কটিকার ডুমন্ট ডি’উরভিল আবহাওয়া কেন্দ্র থেকে দক্ষিণ-পশ্চিম দিকে।
  • গ্রহণ শেষ হবে বিকেল ৫টা ৪৮ মিনিটে, অ্যান্টার্কটিকার আলেকজান্ডার দ্বীপ থেকে উত্তর-পশ্চিম দিকে।
  • সূর্যগ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ০.৮৫৫।
NB/AHA
আরও পড়ুন