বিশ্ববাজারে ঝড় তোলা অ্যাপলের নতুন ফ্ল্যাগশিপ আইফোন ১৭ সিরিজ এখনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়নি। তবে তাতে ক্রেতাদের উৎসাহে কোনো ঘাটতি নেই। বরং রাজধানীর বিভিন্ন মার্কেটে গ্রে ইমপোর্টের মাধ্যমে বিক্রি হচ্ছে নতুন মডেলগুলো, যা ঘিরে জমে উঠেছে দেশের গ্রে মার্কেট।

বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, টোকিও স্কয়ার ও শাহ আলী প্লাজার মোবাইল হাবগুলোতে ইতোমধ্যেই পাওয়া যাচ্ছে আইফোন ১৭ সিরিজের বেস মডেল থেকে শুরু করে প্রো ও প্রো ম্যাক্স পর্যন্ত সব ভ্যারিয়েন্ট।
দাম
- আইফোন ১৭ (২৫৬ জিবি): ১,৩০,০০০–১,৪০,০০০ টাকা
- আইফোন ১৭ প্রো: ১,৭০,০০০–১,৮০,০০০ টাকা
- আইফোন ১৭ প্রো ম্যাক্স: ২,০০,০০০ টাকারও বেশি
রিসেলাররা জানাচ্ছেন, সরবরাহ স্বাভাবিক হলে দাম কমে যেতে পারে ১০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত। তবে এই মুহূর্তে দামের লাগাম নেই বললেই চলে। বাংলাদেশে বর্তমানে প্রায় ২৩ লাখ আইফোন ব্যবহারকারী রয়েছে। দেশের মোট প্রায় ৭ কোটি স্মার্টফোন ব্যবহারকারীর মধ্যে এটি একটি উল্লেখযোগ্য সংখ্যা।
বসুন্ধরা সিটিতে আইফোন ১৭ কিনতে আসা ক্রেতা বলেন, আমাকে ১ লাখ ৮০ হাজার টাকা দিতে হয়েছে আইফোন ১৭ প্রো কেনার জন্য। জানি দাম অনেক বেশি, কিন্তু আর অপেক্ষা করতে পারিনি।
প্রযুক্তি বিশ্লেষক তাহমিদ মাহমুদ বলছেন, অ্যাপলের প্রতি ক্রেতাদের আনুগত্য এতটাই গভীর যে অফিসিয়াল সাপোর্ট না থাকলেও তারা প্রিমিয়াম দামে আইফোন কিনতে প্রস্তুত। তবে ভোক্তারা এখনো বিক্রয়োত্তর সেবা থেকে বঞ্চিত।

অফিশিয়ালভাবে না আসায় গ্রে মার্কেটের ফোন কেনা নিয়ে সতর্ক করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। তাদের মতে, এই পদ্ধতিতে কেনাকাটায় রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ঝুঁকি-
- অফিসিয়াল ওয়ারেন্টির অনুপস্থিতি: কোনো যান্ত্রিক সমস্যা হলে অ্যাপলের সার্ভিস সেন্টারে সহায়তা মিলবে না।
- রিফার্বিশড বা নকল ফোনের আশঙ্কা: আসল পণ্যের সাথে মিশে যেতে পারে পুরাতন বা নকল ফোন।
- সফটওয়্যার বা নেটওয়ার্ক জটিলতা: ভবিষ্যতে কিছু মডেলে আপডেট সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে।
- রিপেয়ারিং খরচ বেশি: অফিশিয়াল পার্টস বা সার্ভিস না পাওয়ায় খরচ অনেক বেশি পড়ে।
- সীমিত বিক্রয়োত্তর সেবা: ভোক্তাকে রিসেলারদের ওপর পুরোপুরি নির্ভর করতে হয়।
বিশ্বজুড়ে বিশেষ করে চীন, মধ্যপ্রাচ্য ও ভারতীয় বাজারে আইফোন ১৭ সিরিজ দারুণ সাড়া ফেলেছে। এর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা দেখা গেছে আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলের প্রতি।
অফিশিয়াল লঞ্চ না থাকলেও আইফোন ১৭ এর প্রতি আগ্রহ প্রমাণ করে দিচ্ছে বাংলাদেশ অ্যাপলের জন্য একটি সম্ভাবনাময় বাজার। প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, গ্রে মার্কেটের এই বিক্রি ও উৎসাহই দেখিয়ে দিচ্ছে, ব্র্যান্ডটির জনপ্রিয়তা এ দেশে কতটা গভীর ও স্থায়ী।

বাংলাদেশের বাজারে পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু অনারের
আজ কখন কোথায় দেখা যাবে বছরের শেষ সূর্যগ্রহণ