ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

HMD Phone

৫,৫০০ টাকায় ফোন, ৩০ ঘণ্টার ব্যাটারি ব্যাক আপ

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১১:৩৩ এএম

নকিয়ার ব্র্যান্ডের মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল তাদের প্রথম হাইব্রিড ফিচার ফোন HMD Touch 4G উন্মোচন করেছে। নতুন এই ফোনটি বাজেট ব্যবহারকারীদের লক্ষ্য করে আনা হয়েছে, যেখানে ফিচার ফোনের সরলতা ও স্মার্টফোনের কিছু সুবিধা একত্রে যুক্ত করা হয়েছে।

নতুন এই ফোনটিতে রয়েছে ৩.২ ইঞ্চির QVGA টাচ ডিসপ্লে। এতে ব্যবহার করা হয়েছে Unisoc T107 চিপসেট। ফোনটির রয়েছে ১২৮ এমবি ইন্টারনাল স্টোরেজ এবং ৬৪ এমবি র‍্যাম। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে, যা দৈনন্দিন ব্যবহারে প্রয়োজনীয় ডেটা সংরক্ষণের জন্য যথেষ্ট।

এই ফোনটির সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হলো Express Chat অ্যাপ, যা ব্যবহারকারীদের ভিডিও কল, ভয়েস মেসেজ এবং গ্রুপ চ্যাট করার সুযোগ দেবে। অ্যাপটি ১৩টি ভাষায় উপলব্ধ, যা বিভিন্ন ভাষাভাষী ব্যবহারকারীদের জন্য বাড়তি সুবিধা। উল্লেখযোগ্যভাবে, এটি অ্যান্ড্রয়েড ও iOS প্ল্যাটফর্মেও কাজ করে, ফলে স্মার্টফোন ব্যবহারকারীদের সঙ্গেও সহজেই সংযোগ স্থাপন করা যাবে।

ফোনটি RTOS Touch ইন্টারফেসে চালিত, যা অ্যান্ড্রয়েড ভিত্তিক না হলেও এতে রয়েছে ৪জি LTE, VoLTE, Wi-Fi হটস্পট এবং ভিডিও কলিং এর মতো আধুনিক বৈশিষ্ট্য। পাশাপাশি রয়েছে ডুয়াল সিম সাপোর্ট। HMD Touch 4G ফোনটির পিছনে রয়েছে ২ মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা এবং একটি ০.৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা ভিডিও কল ও সেলফির জন্য উপযুক্ত। ক্যামেরার নিচে রয়েছে LED ফ্ল্যাশ।

সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ১৯৫০ এমএএইচ ব্যাটারি, যা দৈনিক ব্যবহারে ৩০ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে বলে দাবি করেছে নির্মাতা প্রতিষ্ঠান। ফোনটিতে রয়েছে ধাতব ইউনিবডি ফিনিশ, ওজন মাত্র ১০০ গ্রাম এবং পুরুত্ব ১০.৮৫ মিমি। ডিজাইনের দিক দিয়ে রয়েছে বৃত্তাকার ক্যামেরা মডিউল ও এইচএমডি লোগো। অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ব্লুটুথ ৫.০, জিপিএস, বেইডু, ইউএসবি টাইপ-সি পোর্ট, ৩.৫ মিমি হেডফোন জ্যাক, এফএম রেডিও ও এমপিথ্রি প্লেয়ার। ফোনটি IP52 রেটিংপ্রাপ্ত, অর্থাৎ এটি হালকা পানি ও ধুলাবালি প্রতিরোধে সক্ষম।

HMD Touch 4G দুটি রঙে পাওয়া যাচ্ছে: সিয়ান ও ডার্ক ব্লু। এর দাম ভারতের বাজারে ৪,০০০ রুপি (প্রায় ৫,৫০০ টাকা বাংলাদেশি মুদ্রায়)। ফোনটি বর্তমানে এইচএমডির অফিসিয়াল ওয়েবসাইট HMD.com এ পাওয়া যাচ্ছে এবং শিগগিরই অন্যান্য অনলাইন ও অফলাইন স্টোরেও বিক্রি শুরু হবে।

NB/SN
আরও পড়ুন