সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে সম্প্রতি নির্মাণ করা হয়েছে সনাতন ধর্মালম্বীদের বিশাল এক মন্দির। এর মাধ্যমে ভারতের সঙ্গে সম্পর্কের উষ্ণতার বিষয়টি জানান দিলো মধ্যপ্রাচ্যের দেশটি। মন্দিরটি তৈরিতে ঐতিহ্যবাহী ভারতীয় কৌশল ব্যবহার করা হয়েছে। এমন নকশাদার মন্দির আরব বিশ্বের আর কোথাও নেই।
মন্দিরটির নাম রাখা হয়েছে বোচাসন্ন্যাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ হিন্দু মন্দির, সংক্ষেপে বিএপিএস হিন্দু মন্দির। এটি নির্মাণে ব্যবহার করা হয়েছে গোলাপি বেলেপাথর এবং সাদা মার্বেল। বেলেপাথর আনা হয়েছে ভারতের রাজস্থান প্রদেশ থেকে আর মার্বেল ইতালির। বিএপিএস হিন্দু মন্দিরের বহিরাবরণের নকশাগুলো খোদাইয়ের কাজ হয়েছে ভারতে। পরে দুবাইয়ে সেগুলো জোড়া লাগানো হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিএপিএস মন্দিরের নির্মাণের কাজ শুরু হয় ২০১৯ সালের ডিসেম্বরে। এটির আয়োজন ২৭ একর। মন্দিরটি নির্মাণের দায়িত্বে ছিল বোচাসন্ন্যাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা। আমিরাত সরকার সংস্থাটিকে জমি দান করেছিল। বোচাসন্ন্যাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার সদর দপ্তর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের রাজ্য গুজরাটে।
আবুধাবির বিশাল এই মন্দির বুধবার (১৪ ফেব্রুয়ারি) উদ্বোধন হয়েছে মোদির হাত ধরেই। বৈশ্বিক নেতাদের ফোরাম ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে গত ১৩ ফেব্রুয়ারি আবুধাবি যান ভারতের প্রধানমন্ত্রী। প্রথম দিন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন মোদি।
সংযুক্ত আরব আমিরাতের ঘনিষ্ঠ মিত্র ভারত। দেশ দুটির দ্বিপক্ষীয় বাণিজ্য ৮ হাজার ৫০০ কোটি ডলারের। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ভারত ও সংযুক্ত আরব আমিরাত মঙ্গলবার দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তি সাক্ষর করেছে। পাশাপাশি সেদিন অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তিও স্বাক্ষর হয়।
বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতে আগামী এপ্রিলে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনকে সামনে রেখে মোদির নেতৃত্বাধীন সরকারের হিন্দু জাতীয়তাবাদী এজেন্ডা শক্তিশালী করতে পারে আবু ধাবির এই মন্দির। সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের মধ্যে ভারতীয়রাই সংখ্যাগরিষ্ঠ। হাজার হাজার ভারতীয় হিন্দু আবুধাবিতে বাস করেন। দেশটির অনেক সেক্টরেই ভারতের আধিপত্য রয়েছে। সংযুক্ত আরব আমিরাত ছাড়াও মধ্যপ্রাচ্যের দেশ ওমান ও বাহরাইনেও মন্দির রয়েছে।
