পিএসএলে মুস্তাফিজসহ ১০ বাংলাদেশি ক্রিকেটারের নিবন্ধন 

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৫:২৬ এএম

বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে অপ্রত্যাশিতভাবে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ খেলতে যাচ্ছেন তিনি।

ভারতের কলকাতা নাইট রাইডার্স তাকে আইপিএল থেকে বাদ দেওয়ায় দুই দেশের ক্রিকেট সম্পর্কের কিছুটা শীতলতা দেখা দিয়েছে। তবে মুস্তাফিজ দ্রুতই পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়েছেন।

পিএসএলের ১১তম আসরের জন্য মুস্তাফিজসহ মোট ১০ জন বাংলাদেশি ক্রিকেটার ইতোমধ্যে নিবন্ধন করেছেন। এর মধ্যে সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, রিশাদুল ইসলাম ও তানজিদ তামিমও রয়েছেন। টুর্নামেন্টের অফিসিয়াল ফেসবুক পেজে মুস্তাফিজকে স্বাগত জানিয়ে বলা হয়েছে, "ব্যাটাররা সাবধান! নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন ফিজ। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মুস্তাফিজ।"

পিএসএল ২০২৬ আগামী ২৩ মার্চ শুরু হবে এবং ৩ মে পর্যন্ত চলবে। একই দিনে শুরু হবে আইপিএলও, যেখানে মুস্তাফিজের এবার খেলার সুযোগ না থাকলেও পিএসএল তার জন্য নতুন চ্যালেঞ্জ ও পরিচয়ের মঞ্চ হিসেবে কাজ করবে।

২০১৮ সালে মুস্তাফিজ লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে অংশগ্রহণ করেছিলেন এবং ৫ ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন। সাত বছর পর আবারও এই টুর্নামেন্টে ফিরতে যাচ্ছেন মুস্তাফিজ, যিনি বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন।

এদিকে, পিএসএলের বিদেশি ক্রিকেটার নিবন্ধন কার্যক্রম ২০ জানুয়ারি পর্যন্ত চলবে। এই আসরে মোট আটটি দল অংশগ্রহণ করবে। বাংলাদেশি ক্রিকেটারদের পিএসএলে খেলার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে নতুন করে নিজেদের পরিচিতি তৈরি করার সুযোগ তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে।

HN
আরও পড়ুন