পিএসএলের চূড়ান্ত সময়সূচি ঘোষণা

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৭ পিএম

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে পিএসএল-এর ১১তম আসর কিছুটা পিছিয়ে দেয়া হয়েছিল। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষণা করেছে, আগামী বছর ২৬ মার্চ থেকে শুরু হবে পিএসএল ২০২৬ এবং টুর্নামেন্টের পর্দা নামবে ৩ মে।

নিউইয়র্কে অনুষ্ঠিত পিএসএল রোডশো অনুষ্ঠানে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি সময়সূচি ঘোষণা করেন। তিনি জানান, পাকিস্তানের ক্রিকেট উন্নয়নে পিসিবি এবং পিএসএল একসঙ্গে কাজ করছে এবং খেলোয়াড়দের যথাযথ পুরস্কার দেওয়ার মাধ্যমে তাদের মনোবল বাড়ানোর ব্যাপারে গুরুত্বারোপ করেন।

পিসিবির সাবেক ফাস্ট বোলার ও বিশ্বসেরা ক্রিকেটারদের একজন ওয়াসিম আকরাম বলেন, পিএসএল শুধু ক্রিকেটপ্রেমীদের বিনোদন দেয় না, এটি স্থানীয় ক্রিকেটারদের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ দেয়।

রোডশোতে পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা, পিএসএলের সিইও সালমান নাসির এবং ছয়জন জাতীয় ক্রিকেটার সালমান আলী আঘা, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, সাইম আইয়ুব, শান মাসুদ ও সাউদ শাকিল উপস্থিত ছিলেন।

পিএসএল ২০১৬ সালে পাঁচটি দল নিয়ে শুরু হয়। ২০১৮ সালে দল বেড়ে ছয়টি হয়। ২০২৬ সালের আসরে আরও দুইটি নতুন দল যুক্ত হচ্ছে, যা টুর্নামেন্টকে আরও প্রতিযোগিতামূলক করবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

NB/FJ