বিপিএলে ফিক্সিংয়ে অভিযুক্ত বিসিবি পরিচালক শামীমের পদত্যাগ

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০৭:৫৬ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিং বা জুয়াচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন মোখলেসুর রহমান শামীম। 

শুক্রবার (২৩ জানুয়ারি) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিসিবির পরিচালক এবং অডিট কমিটির চেয়ারম্যানসহ সব দায়িত্ব থেকে অব্যাহতির ঘোষণা দেন তিনি।

তবে পদত্যাগ করলেও নিজের বিরুদ্ধে ওঠা ফিক্সিংয়ের অভিযোগ অস্বীকার করেছেন শামীম। তিনি জানান, অপরাধ স্বীকার করে নয়, বরং প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা এবং সুষ্ঠু তদন্তের স্বার্থেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

গত বছরের অক্টোবরে বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-১ (রাজশাহী বিভাগ) থেকে পরিচালক নির্বাচিত হওয়া শামীম ফেসবুকে লেখেন, ‘আমার বিরুদ্ধে ওঠা সাম্প্রতিক অভিযোগের প্রেক্ষিতে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে আমি স্বেচ্ছায় সব দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। এটি কোনোভাবেই দায় স্বীকার নয়; বরং দেশের ক্রিকেট ও বিসিবির সম্মান অক্ষুণ্ণ রাখতেই আমার এই দায়বদ্ধতা।’ তদন্তে তিনি পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, সত্য ও ন্যায় একদিন প্রতিষ্ঠিত হবে।

উল্লেখ্য, সম্প্রতি একজন ফ্রিল্যান্স ক্রীড়া সাংবাদিক এক চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করেন, এবারের বিপিএলে ‘নোয়াখালী এক্সপ্রেস’ দলের ম্যাচের ফিক্সিংয়ের পেছনে মূল ভূমিকা ছিল পরিচালক শামীমের। প্রতিবেদনে বলা হয়, সিলেটের হোটেল নূরজাহানে জুয়াড়ি ও সংশ্লিষ্টদের একত্র করে ফিক্সিংয়ের পরিকল্পনা এবং আর্থিক লেনদেন নিয়ন্ত্রণ করতেন তিনি। প্রমাণের সপক্ষে ওই সাংবাদিক ফিক্সিং সংক্রান্ত বিভিন্ন কল রেকর্ড ও আগাম টাকা লেনদেনের তথ্যও ফাঁস করেন।

এই কেলেঙ্কারি সামনে আসার পর দেশের ক্রিকেট মহলে তোলপাড় শুরু হয়। বিসিবি পরিচালকের এমন আকস্মিক পদত্যাগকে অনেকেই চাপের মুখে সরে যাওয়া হিসেবে দেখছেন। বিষয়টি খতিয়ে দেখতে শীঘ্রই তদন্ত কমিটি গঠন করতে পারে বিসিবি।

FJ
আরও পড়ুন